কর্মজীবীদের জন্য সংবাদ উপস্থাপনার সুযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
ছবি: মুনমুন হক

কর্মজীবীদের জন্য সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক দুই মাসের সান্ধ্যকালীন কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (বিএমটিআই)।

যে বিষয়ে প্রশিক্ষণ: টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা, টিভি রিপোর্টিং, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকতা।

বৈশিষ্ট্য: মিডিয়া প্রশিক্ষণ সংশ্লিষ্ট অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা। ভিজ্যুয়াল ক্লাস পরিচালনার জন্য প্রফেশনাল ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, আলাদা লেকচারশিট, তাত্ত্বিক, ব্যবহারিক ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন।

ব্যাচের নাম: শাপলা
ক্লাস: শুক্র ও শনিবার 
সময়: বিকেল ৬টা থেকে ৮টা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর/সমমান/অধ্যয়নরত
কোর্স ফি: ৫,০০০ টাকা (দুই কিস্তিতে পরিশোধযোগ্য)

যোগাযোগ: বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (বিএমটিআই), ৩৭৩/এ দিলু রোড, তৃতীয় তলা, মগবাজার, ঢাকা-১২১৭। ফোন: ০১৮৪১২২৬০৯৮, ০১৯৩৫২২৬০৯৮।

উল্লেখ্য, গত আট বছর যাবত টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা, রেডিও জকির ওপর প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।