বিদেশে চাকরি পাবেন যেভাবে

আবু তালহা
আবু তালহা আবু তালহা , লেখক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৭ নভেম্বর ২০১৮

প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরি পাওয়ার পূর্ব শর্ত বদলে গেছে। শুধু সার্টিফিকেটের ফলাফল ভালো হলেই চাকরির দেখা মেলে না। আর এই চাকরি যদি হয় উন্নত কোন দেশে, তাহলে কোন কথাই নেই। আপনার থাকতে হবে বিশেষ পরিকল্পনা ও বিশেষ কিছু যোগ্যতা। আসুন জেনে নেই বিদেশে চাকরি পাওয়ার সহজ উপায়-

১. যে দেশে যাবেন, সে দেশের প্রোফাইল ঘাটাঘাটি করুন।
২. ওই দেশের নিউজ পেপার, ইউটিউব, জব সাইট, এমপ্লয়েমেন্ট ম্যাগাজিনের সাথে পরিচিত হোন।
৩. নিজের দক্ষতাগুলোকে বাড়ানোর চেষ্টা করতে থাকুন।
৪. পূর্ব পরিচিত কেউ থাকলে যোগাযোগ রক্ষা করুন।
৫. আপনি যে সেক্টরে জব করতে চান; সেই সেক্টরে বিশেষ কোন শর্ত থাকলে তা পূরণ করুন।
৬. আপনার এডুকেশন ক্রেডিটেনসিয়াল প্রদর্শন করুন।
৭. নিজের অভিজ্ঞতাগুলোকে মূল্যায়ন করুন।

bidesh-cover

> আরও পড়ুন- আইইএলটিএসে ভালো স্কোর করবেন যেভাবে

৮. ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকলে অচিরেই সমাধান করুন।
৯. সেই দেশের এমপ্লয়েমেন্ট সাইটগুলো ব্রাউজ করে শুধু টার্গেট জবে আবেদন করুন।
১০. আন্তর্জাতিক মানের সিভি তৈরি করুন, যা একজন প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
১১. একজন এমপ্লয়ার বা নিয়োগকর্তা খুঁজুন।
১২. কোম্পানি কালচার, ওয়ার্ক লাইফ ব্যালান্স নিয়ে চিন্তা করুন।
১৩. ইন্টারভিউ প্রেজেন্টেশন নিয়ে প্রস্তুতি নিন।
১৪. অ্যাম্বাসি থেকে ভিসার শর্ত পূরণ করুন।

bidesh-cover

> আরও পড়ুন- ছোট আবিষ্কারও জীবন পাল্টে দিতে পারে

১৫. নিজের নেটওয়ার্কগুলো কাজে লাগাতে থাকুন।
১৬. প্রয়োজনে নিজের বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে চেষ্টা করুন।
১৭. সময় থাকতেই ভিসার জন্য আবেদন করুন।
১৮. হালকাভাবে লাগেজ প্যাক করুন।
১৯. নিরাপদে বিমান ভ্রমণ করুন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।