প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

পুরোদমে চলছে প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষার প্রস্তুতি। কারণ আগামী জানুয়ারি মাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য বিভিন্ন বিষয়ে চর্চা করা জরুরি। আজ থাকছে বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-

১. টলেমি কে ছিলেন?
উত্তর: জ্যোতির্বিদ।

২. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব-
উত্তর: ১৫ কোটি কিলোমিটার।

৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
উত্তর: ৮.৩২ মিনিট।

৪. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র-
উত্তর: লুব্ধক।

৫. আদমসুরত বলা হয়-
উত্তর: কালপুরুষকে।

৬. ধ্রুবতারা দেখা যায়-
উত্তর: উত্তর গোলার্ধে।

৭. ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে-
উত্তর: সুমেরু বিন্দুতে।

৮. হ্যালির ধূমকেতু দেখা যায়-
উত্তর: ৭৬ বছর পর পর।

৯. একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতু-
উত্তর: লাইনিয়ার।

১০. পৃথিবী মহাকাশের একটি-
উত্তর: জ্যোতিষ্ক।

> আরও পড়ুন- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জ্যামিতিক ধারণা

১১. পৃথিবী সূর্যের একটি-
উত্তর: গ্রহ।

১২. বুধ ও শুক্র গ্রহের কোনো-
উত্তর: উপগ্রহ নাই।

১৩. সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে-
উত্তর: বৃহস্পতির।

১৪. মঙ্গল গ্রহের উপগ্রহ আছে-
উত্তর: ২টি।

১৫. মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মি ও কণাকে বলে-
উত্তর: কসমিক রে।

১৬. সৌরজগতের বৃহত্তম গ্রহ-
উত্তর: বৃহস্পতি।

১৭. সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ-
উত্তর: বুধ।

১৮. সবুজ গ্রহ-
উত্তর: ইউরেনাস।

১৯. লাল গ্রহ-
উত্তর: মঙ্গল।

২০. সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা-
উত্তর: ১.৩ লক্ষ গুণ বড়।

> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে প্রশ্নোত্তর

২১. পৃথিবীর নিকটতম ও জমজ গ্রহ-
উত্তর: শুক্র।

২২. চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে-
উত্তর: অমাবস্যা।

২৩. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
উত্তর: সূর্যগ্রহণ।

২৪. সূর্যগ্রহণ ঘটে-
উত্তর: চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে।

২৫. যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয়-
উত্তর: চন্দ্রগ্রহণ।

২৬. প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে-
উত্তর: রাশিয়া।

২৭. বিশ্বে প্রথম মহাশূন্যে ভ্রমণকারী-
উত্তর: ইউরি গ্যাগারিন।

২৮. চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযান-
উত্তর: অ্যপোলো-১১।

২৯. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন-
উত্তর: নীল আর্মস্ট্রং।

৩০. নীল আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদে পদার্পন করেন-
উত্তর: ১৯৬৯ সালে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।