গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

তরুণ গ্রাফিক ডিজাইনারদের নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইয়াং ডিজাইনারস সামিট ২০১৮’ (ওয়াইডিএস-১৮)। আগামী ৫ অক্টোবর আগারগাঁওয়ের এলজিআরডি অডিটরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উদ্যোক্তা সংগঠন গ্রাফিক আর্টস ইউআই-ইউএক্স (ইউজারস এক্সপেরিয়েন্স-ইউজারস ইন্টারফেস) ডিজাইনারস জানায়, কর্মশালায় অংশ নিতে কোনো নিবন্ধন ফি নেই। শুধু ইন্টারনেটে নির্ধারিত নিবন্ধন ফরম (গুগল ফরম) পূরণের মাধ্যমে অংশ নিতে পারবেন। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন, তরুণ গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক ডিজাইন নিয়ে আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন।

নিবন্ধনকারীদের মধ্যে যোগ্যতাসম্পন্নদের মোবাইলে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। অনুষ্ঠানের দিন মোবাইলের এসএমএসটি দেখিয়ে অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।

উদ্যোক্তারা বলেন, তরুণ ডিজাইনারদের সঠিক ধারণা দেওয়ার জন্য দেশের সেরা ডিজাইন প্রফেশনালসরা আলোচনা করবেন। সেই সাথে বিজ্ঞাপণ নির্মাতা প্রতিষ্ঠানের ডিজাইনার ও সফল ফ্রিল্যান্সাররাও কর্মশালায় অংশগ্রহণ করবেন।

কর্মশালায় অংশ নিতে ৩০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।