প্রাথমিকে নিয়োগ পরীক্ষার জন্য বাংলার সমাধান : প্রথম পর্ব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন শেষে এখন পরীক্ষা প্রস্তুতি চলছে। যেহেতু লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। ২০১৮ সালের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান তুলে ধরা হলো। আজ থাকছে প্রথম পর্ব-

১. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ–
উত্তর: তস্কর।

২. যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র–
উত্তর: মানিকজোড়।

৩. পরকে পালন করে যে–
উত্তর: পরভৃৎ।

৪. প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত–
উত্তর: শোওয়া।

৫. লাইলী-মজনু প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন–
উত্তর: আহমদ শরীফ।

৬. বিভুঁই শব্দে ‘বি’ উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে–
উত্তর: ভিন্নতা।

৭. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচিয়তা–
উত্তর: রশীদ করিম।

৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়–
উত্তর: অহিংসা (মানিক বন্দোপাধ্যায়)।

৯. ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।’ লেখাটি কার–
উত্তর: আবুল মনসুর আহমদের।

১০. ঠিক বানানটি হলো–
উত্তর: পূর্বাহ্ণ।

১১. সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে–
উত্তর: ওস্কার।

১২. OMBUDSMAN এর বাংলা পরিভাষা হলো–
উত্তর: ন্যায়পাল।

১৩. ‘to kick the bucket’ এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ–
উত্তর: পটল তোলা।

১৪. ‘আসাদের শার্ট’ কবিতাটির রচয়িতা–
উত্তর: শামসুর রাহমান।

১৫. ‘লিপিকা’ যে ধরনের গ্রন্থ–
উত্তর: গদ্য।

১৬. রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রূপ–
উত্তর: সৌপ্তিক।

১৭. প্রমথ চৌধুরীর মতে, ‘সাহিত্যের উদ্দেশ্য হলো’–
উত্তর: আনন্দ দান।

১৮. নিচের কোন বানানটি শুদ্ধ–
উত্তর: নির্মীলিত।

১৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি–
উত্তর: প্রভাবতী সম্ভাষণ।

২০. আলাওলের রচনা নয় কোনটি–
উত্তর: ইউসুফ-জোলেখা।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।