বিদেশে পড়াশোনা করবেন কেন?
প্রতিযোগিতার এই বিশ্বে উচ্চশিক্ষার কদর বেড়েছে। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ রাষ্ট্রই উচ্চশিক্ষার প্রতি খুবই যত্নশীল। এর পেছনে রয়েছে অনেক কারণ। দেশের দুর্বল শিক্ষাব্যবস্থা, খরচ, মান, চাকরির হার ও অর্থনৈতিক ব্যবস্থার কথা চিন্তা করেই বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিতে হয়।
উচ্চশিক্ষার সুবিধাসমূহ
১. আন্তর্জাতিক মানের সনদ একজন প্রার্থীকে অনেকটাই আলাদা করে চেনায় চাকরির বাজারে।
২. পৃথিবীর অনেক দেশ আছে, যেখানে কম খরচে ভালো পড়াশোনা হয়ে থাকে।
৩. একজন শিক্ষার্থীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে ইংরেজি ভাষা জানার কারণে।
৪. বিদেশে পড়াশোনা করা একজন শিক্ষার্থী অনেকটাই ডিপ্লোম্যাটিক হয়ে ওঠেন।
৫. আন্তর্জাতিক অঙ্গনে দেশ ও জাতিকে উপস্থাপন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৬. একজন শিক্ষার্থী খুব সহজেই নিজেকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিতে পারে।
৭. আর্থিক স্বচ্ছলতার বিষয়টিকে সামনে রেখেই একজন শিক্ষার্থী বিদেশে পড়তে যায়।
৮. বিভিন্ন দেশের শিক্ষার্থীর সঙ্গে খেলাধুলা ও গল্প করে সাংস্কৃতিক মনোভাব গড়ে ওঠে।
৯. পড়াশোনা শেষে শিক্ষার্থীরা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন।
এসইউ/এমএস