কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ দিচ্ছে ওমক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ মার্চ ২০১৮

ওমক.কমের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী বা যে কেউ যে কোনো স্থান থেকে অনলাইন কোর্সে অংশগ্রহণ করে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। এ ই-লার্নিং প্ল্যাটফর্ম থেকে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, কর্পোরেট ট্রেনিং এবং জীবনব্যাপী শিক্ষা বিষয়ক কোর্স গ্রহণের সুযোগ রয়েছে।

এর মাধ্যমে দীর্ঘমেয়াদী কোর্স, ট্রেনিং, সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে যে কোনো ধরনের কোর্স করতে পারবেন। ওমক.কমের প্রতিষ্ঠাতা নূরুল ফেরদৌস বলেন, ‘কোর্সের অন্তর্ভুক্ত বিভিন্ন কুইজ, অ্যাসাইনমেন্ট, পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কোর্সটি শেষ করে পেতে পারেন সনদপত্র।’

তিনি বলেন, ‘এতে সহপাঠী ও শিক্ষকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ফোরাম, উইকিসহ বিভিন্ন সুযোগ রয়েছে। যাতে প্রশিক্ষক বা ইন্সট্রাক্টরগণ তাদের শিক্ষার্থীদের শিক্ষার উপর ফোকাস করতে পারেন। স্টুডিওর মাধ্যমে কোর্স তৈরি, পরিচালনা এবং সুসংগঠিত করার সুযোগ রয়েছে। একটি আউটলাইন এডিটরের মাধ্যমে খুব সহজেই ভিডিও, আলোচনা, বাড়ির কাজ, হ্যান্ড নোট ছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষা সংযোজন করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মকে ফ্রিল্যান্সিং, মার্কেটিং প্রশিক্ষণ, কারিগরি শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তোলাই প্লাটফর্মটির উদ্দেশ্য। এখানে প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞ যে কেউ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বা কারিগরি বিষয়ক অনলাইন কোর্স তৈরি করে ঘরে বসেই আয় করতে পারবেন।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।