সাংবাদিকতায় প্রশিক্ষণ নিতে চাইলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ২২ নভেম্বর ২০১৭

সাংবাদিকতাবিষয়ক সার্টিফিকেট কোর্স শুরু করতে যাচ্ছে মিডিয়া অ্যান্ড জার্নালিজম ইনস্টিটিউট অব বাংলাদেশ (এমজেঅাইবি)। এ পেশায় ভালো করতে চাইলে নিতে পারেন প্রশিক্ষণ।

কোর্সসমূহ : টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা, সাংবাদিকতা, শর্ট ফিল্ম মেকিং ও রেডিও জকি (আরজে)।
কোর্সের মেয়াদ : সব কোর্সের মেয়াদ ০২ মাস।
ক্লাস : সপ্তাহে দু’দিন- শুক্রবার ও শনিবার।

প্রশিক্ষক : দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জনপ্রিয় নবীন-প্রবীণ সংবাদকর্মী।
বৈশিষ্ট্য : প্রশিক্ষণ সংশ্লিষ্ট অত্যাধুনিক ব্যবস্থা। ভিজ্যুয়াল ক্লাস পরিচালনার জন্য রয়েছে প্রফেশনাল ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, প্রতিটি ক্লাসের জন্য আলাদা লেকচারশিট, তাত্ত্বিক, ব্যবহারিক ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন।

যা প্রয়োজন : ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
যোগাযোগ : ২৫-২৭, হ্যাপি রহমান প্লাজা, ৩য় তালা, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০।
মোবাইল : ০১৭৪৬৪০০৬০০ ও ০১৯৭৪ ৪০৪ ৬০৬।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।