স্ক্রাইব হওয়ার সুযোগ পেলো ২১ শিক্ষার্থী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ০৮ নভেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি অগমেডিক্স বাংলাদেশে প্রথম ‘রিমোট মেডিকেল স্ক্রাইব’ ব্যাচের ২১ জন শিক্ষার্থীকে ডিগ্রি দিয়েছে। রোববার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এলআইসিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিএম বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে বিশ্বে প্রতিনিধিত্ব করছে অগমেডিক্স। আইসিটি ডিভিশন ১শ’ স্ক্রাইব তৈরি করেছে। এরমধ্যে অগমেডিক্স ২০ জনকে নিয়োগ দিয়েছে। ২০১৮ সালে অগমেডিক্স আরো ৫০০ স্ক্রাইব নিয়োগ দেবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ২০২১ সালের মধ্যে আইসিটিতে পাঁচ বিলিয়ন রফতানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই খাতে আমরা ২০ লাখ তরুণকে কর্মসংস্থানের সুযোগ করে দেবো।’

দেশের বিদ্যমান হাইটেক পার্কগুলোতে অগমেডিক্সকে জায়গা বরাদ্দ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অগমেডিক্স হলো বাংলাদেশের ফ্লাগশিপ।’

প্রতিষ্ঠানের সাফল্যগাঁথা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অগমেডিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা ইয়ান শাকিল। এছাড়া অগমেডিক্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান সবার সঙ্গে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে কোম্পানির মিশন, ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা আর স্ক্রাইব পেশার সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, স্ক্রাইবরা সপ্তাহে ৪-৫ দিন কাজ করেন, আর এখানে অফিসের কাজ বাসায় নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তাদের ভালো পারিশ্রমিক, হেলথ ইন্স্যুরেন্স, ফেস্টিভ্যাল বোনাস, খাবার ও যাতায়াত সুবিধা দেওয়া হয়। একজন স্ক্রাইব ভবিষ্যতে সিনিয়র স্ক্রাইব, স্ক্রাইব ট্রেইনার, টিমলিডার, কোয়ালিটি স্পেশালিস্ট, ম্যানেজার থেকে শুরু করে আরো অনেক উচ্চ পদে যেতে পারেন।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।