উদ্যোক্তার গল্প

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই সফলতার মূল: শাফায়েত আবিদ

বেনজির আবরার
বেনজির আবরার বেনজির আবরার , ফিচার লেখক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২২ মার্চ ২০২৫

শাফায়েত আবিদ একজন তরুণ উদ্যোক্তা। ভ্রমণসেবা খাতে তিনি প্রতিষ্ঠা করেছেন থ্রাইভ নামে একটি প্রতিষ্ঠান। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি সফল হতে পেরেছেন। তার উদ্যোগ ও সফলতার গল্প শুনিয়েছেন জাগো নিউজকে। সাক্ষাৎকার নিয়েছেন বেনজির আবরার—

জাগো নিউজ: আপনার উদ্যোক্তা জীবন কীভাবে শুরু হলো?
শাফায়েত আবিদ: আমার উদ্যোক্তা যাত্রা শুরু হয় ভ্রমণসেবা খাতে একটি নতুন ধরনের অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়ে। ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং এক জীবনের অভিজ্ঞতা—এ দৃষ্টিভঙ্গি থেকে থ্রাইভ প্রতিষ্ঠা করি। আধুনিক প্রযুক্তি ও কাস্টমাইজড সেবার সমন্বয়ে ভ্রমণ শিল্পে কিছু নতুন ও ভিন্নধর্মী সেবা আনার চেষ্টা করেছি।

বিজ্ঞাপন

জাগো নিউজ: থ্রাইভের সেবাগুলো কী কী?
শাফায়েত আবিদ: থ্রাইভ মূলত এয়ার টিকিটিং, ট্যুর ম্যানেজমেন্ট এবং কাস্টমাইজড ট্রাভেল প্যাকেজ নিয়ে কাজ করছে। আমাদের সেবাগুলো কর্পোরেট ক্লায়েন্ট থেকে শুরু করে সাধারণ ভ্রমণপিপাসুদের জন্যও প্রযোজ্য। বিশেষ করে ২৪/৭ কাস্টমার সার্ভিস এবং অনলাইন সাপোর্টের মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছি।

জাগো নিউজ: মাত্র কয়েক বছরের মধ্যে এত দ্রুত সফলতার রহস্য কী?
শাফায়েত আবিদ: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই মূল রহস্য। এ ছাড়া টিমওয়ার্ক, প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া আমাদের সাফল্যের অন্যতম কারণ। আমরা সব সময় নতুনত্ব আনার চেষ্টা করি, যা প্রতিযোগিতামূলক বাজারে আমাদের এগিয়ে রাখে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগো নিউজ: থ্রাইভে কর্মসংস্থানের সুযোগ কেমন?
শাফায়েত আবিদ: বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে ২০ জনেরও বেশি ফুল-টাইম কর্মী আছেন। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক তরুণ পার্টটাইম কাজ করছেন। আমরা তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিই।

জাগো নিউজ: একজন সফল উদ্যোক্তা হতে গেলে কোন গুণ সবচেয়ে জরুরি?
শাফায়েত আবিদ: আত্মবিশ্বাস, দৃঢ় নেতৃত্ব এবং নতুন কিছু করার সাহস—এই তিনটি গুণ সবচেয়ে জরুরি। পাশাপাশি গ্রাহকদের প্রয়োজন বুঝে সে অনুযায়ী সেবা দিতে পারা একজন উদ্যোক্তার অন্যতম বড় শক্তি।

জাগো নিউজ: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
শাফায়েত আবিদ: থ্রাইভকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। আরও প্রযুক্তিনির্ভর এবং কাস্টমাইজড সেবা নিয়ে আসার পরিকল্পনা করছি। ভবিষ্যতে আমাদের লক্ষ্য বিশ্বমানের সেবা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগো নিউজ: তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী?
শাফায়েত আবিদ: স্বপ্ন দেখুন এবং সেটা পূরণে লেগে থাকুন। ঝুঁকি নিতে ভয় পাবেন না কিন্তু সেই ঝুঁকির হিসাব অবশ্যই করবেন। সবচেয়ে বড় কথা, কখনো হাল ছাড়বেন না। প্রচেষ্টা আর অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।

জাগো নিউজ: জাগো নিউজের পাঠকের জন্য কিছু বলবেন?
শাফায়েত আবিদ: বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার সুযোগ এখন অনেক বেশি। সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাস থাকলে যে কেউ সফল হতে পারেন। তরুণদের বলবো, নিজেদের দক্ষতা বাড়ান এবং সব সময় নতুন কিছু করার চেষ্টা করুন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।