সপ্তাহের সেরা চাকরি: ১৪ ফেব্রুয়ারি ২০২৫

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।
তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—
সরকারি চাকরি
• পিএসসির সমন্বিত নন-ক্যাডারে বড় নিয়োগ, পদ ১৮২৫
• ১৪২ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ফি ১১২
• ৬৩৮ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, আবেদন ফি ১০০ টাকা
• ২৫৫ জনকে নিয়োগ দেবে ডাক বিভাগ, এসএসসি পাসেও আবেদন
• ২৭ জনকে নিয়োগ দেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
• ১৮ জনকে নিয়োগ দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অনলাইনে আবেদন
• নিয়োগ দেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
• ২০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি
• ৩০ জনকে নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন
• আইটি বিভাগে নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, কর্মস্থল ঢাকা
• স্নাতক পাসে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স
• অফিসার নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
• ম্যানেজার নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা
• বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ
• নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, লাগবে স্নাতক পাস
• নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, থাকতে হবে স্নাতক পাস
• জনবল নিয়োগ দেবে বিকাশ, থাকছে না বয়সসীমা
• স্নাতক পাসে চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি
• ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
• সহকারী শিক্ষক নেবে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল
• প্রশাসনিক কর্মকর্তা নেবে শাবিপ্রবি, আবেদন করুন অনলাইনে
• সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ
• শিক্ষক নেবে আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ
বেসরকারি চাকরি
• নিয়োগ দেবে আরএফএল, ২৫ বছর হলেই আবেদনের সুযোগ
• অভিজ্ঞতা ছাড়া ২০০ কর্মী নিয়োগ দেবে ডিজিকন
• নিয়োগ দেবে নাবিল গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জ
• ১০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, ২২ বছর হলেই আবেদন
• এসএসসি পাসে ২০০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার
• এসএসসি পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ১৬ হাজার
• ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, ৪২ বছরেও আবেদন
• এসএসসি পাসে ৪০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন
• ঢাকায় নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, থাকছে না বয়সসীমা
• টেরিটরি সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, লাগবে স্নাতক পাস
• আরএফএল গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, থাকছে না বয়সসীমা
• ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাকনেট, ২৫ বছর হলেই আবেদন
• ৪০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, ২০ বছর হলেই আবেদন
• শপআপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
• জনবল নিয়োগ দেবে এসিআই মটরস, ২২ বছর হলেই আবেদন
• ম্যানেজার নিয়োগ দেবে অলিম্পিক, কর্মস্থল নারায়ণগঞ্জ
• ব্র্যাঞ্চ ম্যানেজার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, নেই বয়সসীমা
• ঢাকায় নিয়োগ দেবে সজীব গ্রুপ, লাগবে স্নাতক পাস
• মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
• জনবল নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা
• নিয়োগ দেবে ডিজিকন, ২১ বছর হলেই আবেদনের সুযোগ
• প্রমি এগ্রো ফুডসে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন
• ঢাকায় নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ
• অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে শপআপ, লাগবে স্নাতক পাস
• ট্রেইনি ডিস্ট্রিক্ট ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার
• ঢাকায় নিয়োগ দেবে নাবিল গ্রুপ, থাকতে হবে স্নাতক পাস
• মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগে নিয়োগ দেবে উত্তরা মটরস
• সিনিয়র এক্সিকিউটিভ নেবে ওয়ালটন, স্নাতক পাসেও আবেদন
• জনবল নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, ২৪ বছর হলেই আবেদন
• নিয়োগ দেবে ট্রান্সকম বেভারেজেস, থাকছে না বয়সসীমা
• ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
• স্নাতক পাসে নিয়োগ দেবে সজীব গ্রুপ, ৪০ বছরেও আবেদন
এনজিও
• হীড বাংলাদেশে ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪০ হাজার
• ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ওয়াটারএইড
• স্নাতক পাসে চাকরির সুযোগ দিচ্ছে কেয়ার বাংলাদেশ
• মেডিকেল অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, থাকছে না বয়সসীমা
এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।
এমআইএইচ/এমএস