দিল্লি বিধানসভা নির্বাচন

রাজধানী দখলের চেষ্টা বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

পাঁচ বছর আগের তুলনায় আসন কমলেও দিল্লির বিধানসভায় টানা তৃতীয় বার ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। বিভিন্ন জনমত জরিপে এমন ইঙ্গিত মিলছে।

কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপি নেতাদের পাল্টা দাবি, ২৮ বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছেন তারা। এই দাবি, পাল্টা দাবির মধ্যের বুধবার (৫ ফেব্রুয়ারি) ৭০টি বিধানসভা আসনে তাদের রায় দেবেন দিল্লিবাসী।

বিজ্ঞাপন

দিল্লির ভোটে পরীক্ষা রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়গের কংগ্রেসেরও। তবে ক্ষমতা দখলের নয়, এক দশক পরে ৭০ আসনের বিধানসভায় খাতা খোলার। সেই সঙ্গে ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লির শাসন ক্ষমতায় থাকা শতাব্দী প্রাচীন দলের নেতারা আশা করছেন, শেষবেলায় আপ-বিজেপি লড়াইয়ে তারাই ‘নির্ণায়ক’ হয়ে উঠবেন। সে ক্ষেত্রে প্রয়োজনে শর্তসাপেক্ষে সমর্থন করবেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক আপকে। কোন দলের আশা শেষ পর্যন্ত পূর্ণ হবে, তা জানা যাবে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি)।

বুধবার দিল্লির ৫৮টি অসংরক্ষিত এবং ১২টি সংরক্ষিত (তফসিলি জাতি) বিধানসভা আসনে ৬৯৯ জন প্রার্থীর ‘ভাগ্য’ নির্ধারণ করবেন এক কোটি ৫৬ লাখ ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ১৩ হাজার ৭৬৬টি বুথে হবে ভোটগ্রহণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিল্লিতে আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি (বহুজন সমাজ পার্টি) ৭০টি আসনেই লড়ছে। অন্য দিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। একটি করে আসন ছেড়েছে এনডিএ’র দুই সহযোগী, জেডিইউ ও এলজেপি (রামবিলাস)-কে।

তিন বাম দল পৃথকভাবে আটটি আসনে লড়ছে। সিপিআই ছয়, সিপিএম দুই এবং সিপিআইএমএল লিবারেশন দু’টিতে।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।