নিউইয়র্ক টাইমসসহ ৪ গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি ঐতিহ্যবাহী গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে অভূতপূর্ব এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন।

দ্য নিউইয়র্ক টাইমস ছাড়া বাকি তিনটি গণমাধ্যম হলো ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিসি নিউজ এবং পলিটিকো। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের স্থান ত্যাগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন>>

পেন্টাগনে তাদের ছেড়ে দেওয়া জায়গা পেতে চলেছে নিউইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক এবং হাফপোস্ট নিউজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের নোটে বলা হয়েছে, নতুন বার্ষিক মিডিয়া রোটেশন প্রোগ্রামের আওতায় প্রতি বছর পেন্টাগন প্রেস কর্পস থেকে পুরোনো গণমাধ্যমগুলোকে সরিয়ে নতুন একটি প্রিন্ট মিডিয়া, একটি অনলাইন মিডিয়া, একটি টেলিভিশন ও একটি রেডিওকে সুযোগ দেওয়া হবে।

নতুন প্রশাসনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় এনবিসি নিউজের একজন মুখপাত্র বলেছেন, আমরা পেন্টাগনে আমাদের সম্প্রচারের বুথের জন্য প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্তে হতাশ। এই সিদ্ধান্ত আমাদের জন্য সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করবে। তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।

দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, পেন্টাগনে প্রবেশাধিকারে বাধার উদ্দেশ্য জনসাধারণের স্বার্থের বিপক্ষে। তবে তারা তাদের প্রতিবেদন করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) পেন্টাগনের অফিস স্পেস বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাতে সব মিডিয়া আউটলেটকে সমান সুযোগ দেওয়া যায়।

পলিটিকোর সিনিয়র ম্যানেজিং সম্পাদক অনিতা কুমার বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য আমাদের এবং অন্যান্য প্রতিযোগীদের সাংবাদিকতার সক্ষমতা রক্ষা করা।

বর্তমানে ২৮টিরও বেশি সংবাদমাধ্যম পেন্টাগন থেকে কাজ করছে। পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন বলেছে, এটি প্রতিরক্ষা বিভাগের এই পদক্ষেপে ‘বহু আগ্রহী সাংবাদিকদের’ আলাদা করার জন্য উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।