দীর্ঘ ৯ মাস পর খুললো গাজার রাফা ক্রসিং

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫
রাফাহ ক্রসিং খুলে দেওয়ার পর চিকিৎসার জন্য মিশরে যাওয়া স্ত্রী ও সন্তানকে বিদায় জানাচ্ছেন এক ব্যক্তি/ ছবি: এএফপি

দীর্ঘ নয় মাস পর অবশেষে ফিলিস্তিনের রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ জন গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনি রোগী মিশরে চিকিৎসার জন্য রাফাহ সীমান্ত পার হয়েছেন।

মিশরের টেলিভিশন ফুটেজে দেখা যায়, একটি ফিলিস্তিনি রেড ক্রস অ্যাম্বুলেন্স সীমান্ত গেটের সামনে এসে থামে। এরপর কয়েকটি আহত শিশুকে স্ট্রেচারে করে বের করা হয়। পরে অ্যাম্বুলেন্সটি মিশরে চলে যায়।

বিজ্ঞাপন

রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়াকে ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে আরও শক্তিশালী করেছে। গাজায় আটক শেষ জীবিত নারী বন্দিদের মুক্ত করার পর ইসরায়েল এই ক্রসিং খুলে দিতে রাজি হয়। এই পদক্ষেপ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার পথ প্রশস্ত করেছে।

এই উন্নতি গাজায় চলমান সংকটের মধ্যে একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে ও সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।