আরব আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের শাবান মাসের চাঁদ দেখা গেছে/ আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের ওয়েবসাইট থেকে নেওয়া ছবি

সংযুক্ত আরব আমিরাতের শাবান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) জ্যোতির্বিদরা অর্ধচন্দ্রটি শনাক্ত করার কথা জানান। এর অর্থ দেশটিতে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে নতুন মাস অর্থাৎ শাবান শুরু হবে। আর এই মাসের পরই শুরু হয় পবিত্র রমজান।

এদিকে বাংলাদেশ, ইরান, পাকিস্তান ও মরক্কোতে একইদিনে শাবান মাস শুরু হতে পারে বলে ধারণা করেছিল আইএসি। তবে বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে ১ ফেব্রুয়ারি শাবান মাস গণনা শুরু হবে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আল খাতেম কেন্দ্র থেকে চাঁদের ছবি তোলা হয়। সূর্য থেকে চাঁদটির দূরত্ব ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি। এছাড়া কাল থেকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে শাবান মাস শুরু হবে বলে জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে পবিত্র মাস রমজান শুরু হতে পারে ১ মার্চ থেকে। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসলামিক মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে মাস শুরু ও শেষ হওয়ার বিষয়টি। শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদের খোঁজ করা হয়।

শাবান ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস। আর এই মাসটিতে মুসলিমরা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেন। রমজানে দীর্ঘ এক মাস সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন তারা।

সূত্র: খালিজ টাইমস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।