বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করলো সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশভিত্তিক ও বিষয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সংস্থার বাজেট কমানো সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড/ ছবি: সংগৃহীত

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য তাদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। সুইস পার্লামেন্টে সহায়তার জন্য অর্থ বরাদ্দ কমানোর ফলে এই সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ প্রভাবিত দেশগুলোর উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

গত ডিসেম্বর মাসে পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন অর্থাৎ ১১ কোটি সুইস ফ্র্যাঁ ও ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে প্রায় ৩২১ মিলিয়ন বা ৩২ কোটি সুইস ফ্র্যাঁ কমিয়ে দেয়।

বিজ্ঞাপন

বুধবার এই বাজেট কাটছাঁটের বিষয়ে সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা সুইস ফেডারেল কাউন্সিলকে জানানো হয়। ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের মধ্যে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে।

২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশভিত্তিক ও বিষয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সংস্থার বাজেটও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম ও ইউক্রেনের জন্য সহায়তা কর্মসূচি এই বাজেট কাটছাঁটের আওতায় আসবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: এসডব্লিউআই সুইস ইনফো

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।