সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০


প্রকাশিত: ০২:৫৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

জঙ্গি বিমান হামলার জেরে নিহত হয় ৪০ জন। আহত আরও ১০০। শুক্রবার সিরিয়ার সেনাবাহিনীর আইএস জঙ্গি দমনে দেশের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। সেই হামলার জেরে অখনও পর্যন্ত মারা গিয়েছে মোট ৪০ জন। পাশাপাশি আহত হয়েছে প্রায় ১০০ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসি সূত্রে খবর, অ্যালেপ্পো শহরে বিমান হামলা চালিয়েছে দেশের সেনা বাহিনী। আইএস জঙ্গি দমনের উদ্দেশ্যেই এই হামলা করা হলেও মারা গিয়েছে বহু সাধারণ নাগরিক। তবে নিহতদের মধ্যে বেশ কয়েকজন জঙ্গিও রয়েছে বলে সূত্রের খবর। হমালার জেরে শহরের বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে নিরপরাধ সাধারণ মানুষের মৃত্যুতে সরব হয়েছেন মানবাধিকার কমিশনের আধিকারিকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।