ক্লাসরুমে শিক্ষিকাকে সিঁদুর পরালেন ছাত্র, ভিডিও ভাইরাল

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের মধ্যেই বসেছে বিয়ের আসর। বর একজন ছাত্র, আর কনে ওই বিশ্ববিদ্যালয়েরই একজন নারী অধ্যাপক। অনুষ্ঠানের ধারাবাহিকতায় কনের কপালে সিঁদুর পরিয়ে দেন নতুন বর। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

জানা গেছে, ঘটনাস্থল পশ্চিমবঙ্গের নদীয়ায় জেলার হরিনঘাটা মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে বর ছিলেন প্রথম বর্ষের এক ছাত্র, আর কনে রূপে দেখা যাওয়া নারী ছিলেন অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়। বিতর্কের মুখে শেষ পর্যন্ত ওই নারী অধ্যাপককে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তবে পায়েল বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটি আসল বিয়ে ছিল না। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের অনুষ্ঠানে একটি নাটকের অংশ ছিল সেটি।

নারী অধ্যাপক জানিয়েছেন, এভাবে একটি অনুষ্ঠানের কিছু অংশের ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হতে পারে, তা তার ধারণাতেই ছিল না। এ নিয়ে আইনের দ্বারস্থ হবেন। এরই মধ্যে আইনজীবীর সঙ্গে কথাও বলেছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাশাপাশি, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।