সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আল-শারা
![সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আল-শারা](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/untitled-1-20250130134852.jpg)
সিরিয়ার অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে দেশটির ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দেশটির সংবিধান স্থগিতের ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (এসএএনএ)।
বুধবার (৩০ জানুয়ারি) সানার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে।
সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল ঘানি নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছেন। তিনি দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোরও বিলুপ্তি ঘোষণা করেছেন। আবদেল ঘানি এক ঘোষণায় জানিয়েছেন, সশস্ত্র বাহিনী বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আবদেল ঘানিকে উদ্ধৃত করে বলেছে, সব সামরিক বাহিনী বিলুপ্ত হয়ে গেছে... এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে। বিগত স্বৈরশাসক বাশার আল সরকারের সেনাবাহিনীর বিলুপ্তি এবং নিরাপত্তা সংস্থাগুলোর পাশাপাশি কয়েক দশক ধরে সিরিয়া শাসনকারী বাথ পার্টিরও বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বৈঠকে এসব ঘোষণা দেওয়া হয়। বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানেই গত মাসে বাশার আল-আসাদ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং আসাদ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সে সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল আল-শারার দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।
আসাদ সরকারের পতনের পর আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপটি ডি ফ্যাক্টো সরকারে পরিণত হয় এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করে যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয়।
দামেস্ক থেকে আল-জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভিদ বলেন, গতকালের ঘোষণা সিরিয়ার ভবিষ্যতের চলার পথকে আরও স্পষ্ট করেছে। তবে অন্তবর্তী সরকার কতদিন স্থায়ী হবে তা এখনও নিশ্চিত নয়।
টিটিএন