ল্যুভরে নতুন জায়গায় যাচ্ছে মোনালিসা, দেখতে লাগবে বাড়তি অর্থ
![ল্যুভরে নতুন জায়গায় যাচ্ছে মোনালিসা, দেখতে লাগবে বাড়তি অর্থ](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/monalisa-20250130121453.jpg)
প্যারিসের ল্যুভর জাদুঘরে থাকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসাকে একটি নতুন জায়গায় সরিয়ে নেওয়া হবে। সেখানে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা চিত্রকর্মটি দেখতে হলে দর্শনার্থীদের গুণতে হবে বাড়তি টাকা। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, ২০৩১ সালের মধ্যে এই পরিবর্তনটি কার্যকর হবে এবং চিত্রকর্মটি দেখতে দর্শকদের আলাদা করে টাকা দিতে হবে। তিনি জানান, নিউ রেনেসাঁ প্রকল্পের আওতায় এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।
আরও পড়ুন>>
সম্প্রতি ল্যুভরের পরিচালক লরেন্স দেস কার্স জাদুঘরের অবস্থা নিয়ে সতর্ক করে ফ্রান্স সরকারকে একটি চিঠি লিখেছেন। তিনি বলেছেন, জাদুঘরটি অতিরিক্ত ভিড় ও অবকাঠামোর গুরুতর সমস্যায় ভুগছে। এটি দর্শনার্থীদের চাপ সামলাতে কাঠামোগতভাবে অক্ষম।
ল্যুভরে প্রতিদিন প্রায় ৩০ হাজার দর্শণার্থী আসেন, যাদের তিন-চতুর্থাংশই আসেন মোনালিসাকে দেখতে। কিন্তু চিত্রকর্মটি দেখতে যাওয়া এখন অনেকটা ধৈর্যের পরীক্ষায় পরিণত হয়েছে। দর্শনার্থীরা গড়ে ৫০ সেকেন্ড সময় পান ছবিটি পর্যবেক্ষণ ও ছবি তোলার জন্য। এইটুকু সময়ে চিত্রশিল্পীর নিপুণ কাজ বুঝতে মোটেও যথেষ্ট নয়।
ম্যাক্রোঁর প্রকল্পের অধীনে জাদুঘরের পূর্বদিক পুনঃনকশা করা হবে এবং নতুন ভূগর্ভস্থ প্রদর্শনীস্থল তৈরি করা হবে। থাকবে গাছভর্তি ‘সবুজ’ অঞ্চলও।
এই প্রকল্পে কয়েকশ কোটি ইউরো খরচ হতে পারে। তবে ম্যাক্রোঁ দাবি করেছেন, প্রকল্পটি করদাতাদের ওপর বাড়তি কোনো চাপ তৈরি করবে না। কারণ এটি টিকেট বিক্রি, দান এবং ল্যুভর আবু ধাবির সঙ্গে জাদুঘরের স্পনসরশিপ চুক্তি থেকে অর্থায়ন করা হবে।
সূত্র: বিবিসি
কেএএ/