ট্রাম্পের সঙ্গে তর্কের জেরেই কি চাকরি ছাড়তে হলো সিএনএনের সাংবাদিককে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
মার্কিন গণমাধ্যমকর্মী জিম অ্যাকোস্টা/ ছবি: এএফপি

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের দীর্ঘদিনের সাংবাদিক জিম অ্যাকোস্টা চ্যানেলটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বর্তমান ট্রাম্প প্রশাসনকে কঠোর জিজ্ঞাসাবাদের জন্য আলোচিত এই সাংবাদিকের সকালের অনুষ্ঠান রাত ১২টা থেকে ২টার মধ্যে সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। এই সিদ্ধান্তের পরই তিনি সিএনএন ছাড়ার সিদ্ধান্ত নেন।

জিম অ্যাকোস্টার সিএনএন ত্যাগ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা যুক্তরাষ্ট্রের মতো দেশে মূলধারার সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, মার্কিন গণমাধ্যম রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজের শেষ সম্প্রচারে অ্যাকোস্টা বলেন, আমি নতুন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিথ্যার কাছে আত্মসমর্পণ কোরো না। ভয়কে জয় করো। সত্য ও আশাকে ধরে রাখো।

তিনি দীর্ঘ ১৮ বছর সিএনএনে কাজ করেছেন ও বহু গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ২০১৮ সালে একটি সংবাদ সম্মেলন চলাকালে তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওই ঘটনার পর হোয়াইট হাউজ অ্যাকোস্টার প্রেস পাস প্রত্যাহার করে নিয়েছিল। তবে সিএনএন আদালতে মামলা করলে ও এক ফেডারেল বিচারক তার পাস পুনর্বহাল করার নির্দেশ দেওয়ার পর তিনি আবার রিপোর্টিংয়ে ফিরে আসেন।

এদিকে, জিমের সিএনএন ছাড়ার ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে কটাক্ষমূলক উল্লাস করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, জিম অ্যাকোস্টা একজন বড় পরাজিত। তিনি যেখানেই যাক না কেন, ব্যর্থ হবেই। শুভ কামনা, জিম!

ট্রাম্পের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক ও গণমাধ্যম মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, সিএনএন ট্রাম্পের চাপে পড়েই জিমের অনুষ্ঠানের সময়সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, এক বিবৃতিতে সিএনএন কর্তৃপক্ষ বলেছে, জিম অ্যাকোস্টা প্রায় দুই দশক ধরে আমাদের সঙ্গে কাজ করেছেন। তিনি সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। আমরা তার নিষ্ঠা ও প্রতিশ্রুতিবদ্ধ কাজের জন্য কৃতজ্ঞ।

সম্প্রতি, সিএনএন তার কর্মীদের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ২০০ জনকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। নতুন প্রোগ্রামিং কাঠামো অনুযায়ী বর্ষীয়ান সাংবাদিক ওলফ ব্লিটজারের ‘সিচুয়েশন রুম’ শো সকাল ১০টায় সরিয়ে নেওয়া হয়, যা আগে অ্যাকোস্টার সময়সূচিতে ছিল। এরপর জিম অ্যাকোস্টার জন্য রাত ১২টা থেকে ২টা পর্যন্ত একটি নতুন স্লট প্রস্তাব করা হয় ও অ্যাকোস্টাকে লস অ্যাঞ্জেলেসে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়।

সূত্র: দ্য ফিন্যান্সিয়াল টাইমস

বিজ্ঞাপন

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।