সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ জানুয়ারি ২০২৫
![সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৯ জানুয়ারি ২০২৫](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/world-news-20250129215113.jpg)
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য।
মোদীর শাসনে উন্নত জীবনের আশা কমছে ভারতীয়দের: জরিপ
ভারতে সাধারণ মানুষের মধ্যে জীবনযাত্রার মান উন্নত হওয়ার আশা ক্রমেই কমছে। মজুরি স্থবির থাকা এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে নাগরিকদের মধ্যে। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এ সপ্তাহেই বার্ষিক বাজেট ঘোষণা করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। তার আগে সি-ভোটার পরিচালিত জরিপে দেখা যায়, প্রায় ৩৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী এক বছরে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও খারাপ হবে।
মার্কিন সহায়তা বন্ধের আদেশ, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে?
বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়তে শুরু করেছে। দেশটির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের হোম অফিস করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ মানুষ
কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ডেনমার্ক ছেড়ে যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। কিন্তু জনমত সমীক্ষা বলছে বাস্তবতা ঠিক এর উল্টো। সমীক্ষা সংস্থা পোলস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি জনমত সমীক্ষা চালিয়েছে।
গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর কথা ভাবছে ফ্রান্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেওয়ার অনবরত হুমকির পরিপ্রেক্ষিতে সেখানে সেনা পাঠানোর কথা ভাবছে ইউরোপের দেশ ফ্রান্স। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট এই তথ্য জানান। স্থানীয় সুদ রেডিওকে একটি সাক্ষাৎকার দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। সেসময় তিনি বলেন, গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়ে ডেনমার্কের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তবে এখনই সেনা মোতায়েনের পরিকল্পনা নেই।
ট্রাম্পের নজরে পড়া গ্রিনল্যান্ড যেভাবে ডেনমার্কের অংশ হয়েছিল
গ্রিনল্যান্ড কেনার জন্য সম্প্রতি উঠেপড়ে লেগেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর দ্বীপটিকে আয়ত্তে নিতে প্রয়োজনে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক সম্পর্ক। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে দ্বীপটি ডেনমার্কের অংশ হওয়ার পেছনে একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া রয়েছে।
হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে থাকতে পারবে টিকটকার-ব্লগাররা
টিকটকার, ব্লগার ও পডকাস্টারদের হোয়াইট হাউজে প্রেস পাসের জন্য আবেদনের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব কারোলিন লেভিট। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মূলধারার গণমাধ্যমের বাইরেও পৌঁছানোর চেষ্টা করছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউজের পডিয়ামে প্রথমবারের মতো এসে লেভিট বলেন, এখানে ‘নতুন মিডিয়া কণ্ঠস্বর’র জন্য একটি অতিরিক্ত আসন সংরক্ষিত।
ডিপসিকের চমকে এআই চিপের ব্যবসা রমরমা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখনো চিপ শিল্পের মূল চালিকা শক্তি হলেও গ্রাহকদের মধ্যে এর প্রবৃদ্ধি অসমান হতে পারে বলে জানিয়েছে ইউরোপের শীর্ষ চিপ নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এএসএমএল। বুধবার (২৯ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও ক্রিস্টোফ ফুকেট এক বিবৃতিতে বলেন, কিছু গ্রাহক এআই প্রযুক্তির সুবিধা ব্যাপকভাবে পাচ্ছে, অন্যরা তুলনামূলক কম লাভবান হচ্ছে।
ডিপসিকের উত্থানে হুমকির মুখে মার্কিনিদের একচেটিয়া এআই ব্যবসা
কয়েকদিন আগে বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া রেকর্ড পরিমাণ বাজারমূল্য হারিয়েছে। গত ২৭ জানুয়ারি চীনা প্রতিষ্ঠান ডিপসিক দাবি করে, তারা মাত্র ৬০ লাখ মার্কিন ডলারে উন্নত এআই মডেল তৈরি করতে সক্ষম হয়েছে। এর পরপরই এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৬০ হাজার কোটি ডলার কমে যায়, যা মার্কিন শেয়ারবাজারের ইতিহাসে একদিনে সবচেয়ে বড় ক্ষতি।
নতুন তিন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাত তাদের গোল্ডেন ভিসা প্রোগ্রামের পরিধি আরও বাড়িয়েছে সম্প্রসারিত করেছে। এর মাধ্যমে বিভিন্ন পেশায় দক্ষ ও বিত্তশালী ব্যক্তিরা দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা পাবেন। বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি ও বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিভাবানদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এই প্রোগ্রামে তিনটি নতুন ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়েছে।
মালদ্বীপের পর্যটনমন্ত্রী বরখাস্ত
মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সালকে তার পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এক বিবৃতিতে বলা হয়েছে, পর্যটনমন্ত্রীকে বরখাস্তের আদেশ কার্যকর হলে মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ইব্রাহিম ফয়সালের স্থলাভিষিক্ত হবেন দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ সাইদ।
কেএএ/জিকেএস