এবার বাজারে এল আলিবাবার নতুন এআই মডেল
![এবার বাজারে এল আলিবাবার নতুন এআই মডেল](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/alibaba-20250129141427.jpg)
চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) কোম্পানি ডিপসিক নিয়ে বিশ্বজুড়ে যখন আলোচনা চলছে তখন দেশটির আরেক টেক জায়ান্ট আলিবাবা বাজারে নতুন এআই মডেল ছাড়ার কথা জানালো।
জানা গেছে, আলিবাবা কুয়েন ২.৫ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন ভার্সন বাজারে ছেড়েছে। তাদের দাবি নতুন মডেলটি ডিপসিক-ভি৩কে ছাড়িয়ে গেছে।
চীনের নতুন বছরের প্রথম দিনে আলিবাবা কুয়েন ২.৫-ম্যাক্স মডেলটি বাজারে ছাড়ে। এ সময় দেশটির অধিকাংশ মানুষ পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে।
আরও পড়ুন>
- ডিপসিকের উত্থান মার্কিন প্রযুক্তি খাতের জন্য সতর্ক সংকেত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের ঘাড়ে নিশ্বাস ফেলছে চীনের এআই, কী করবেন ট্রাম্প?
আলিবাবা উইচ্যাটের অফিসিয়াল অ্যাকাউন্টে এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েন ২.৫-ম্যাক্স কার্যকারিতার দিকে থেকে জিপিটি-৪০, ডিপসিক-ভি৩ ও এললামা-৩.১-৪০৫বিকে ছাড়িয়ে গেছে।
এদিকে ডিপসিকের দ্রুত উত্থানকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য ‘সতর্ক সংকেত’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রতিষ্ঠানটি তাদের নতুন এআই মডেল ‘আর১’ উন্মোচন করার পর ওয়াল স্ট্রিটে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ডিপসিকের দাবি, তাদের আর১ মডেলটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর তুলনায় অনেক কম খরচে তৈরি হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের এআই শিল্পের ভবিষ্যৎ ও মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ কৌশল নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে।
ডিপসিকের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরে বড় ধস নেমেছে।
সূত্র: রয়টার্স
এমএসএম