মক্কা-মদিনায় বিনিয়োগ করতে পারবে বিদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৯ জানুয়ারি ২০২৫

মক্কা ও মদিনায় সম্পত্তি আছে এমন কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের মার্কেট রেগুলেটর। মূলত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই ইসলামের দুই পবিত্র শহরে বিদেশিদের এই সুযোগ দেওয়া হবে।

এই পদক্ষেপের ফলে বিদেশিরা এমন কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে যাদের আয় ইসলামিক পূণার্থীদের ওপর নির্ভরশীল।

বিজ্ঞাপন

দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটি (সিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো বিদেশি পুঁজি আকৃষ্ট করা। তাছাড়া শহর দুইটির বর্তমান এবং ভবিষ্যতের প্রকল্পগুলোর জন্য তারল্য সরবরাহ করা।

সৌদি আরব চায় ২০৩০ সালের মধ্যে হজ ও ওমরাহ মিলিয়ে বছরে ৩০ মিলিয়ন পণ্যার্থীকে স্বাগত জানানো। ২০১৯ সালে দেশটি এখান থেকে ১২ বিলিয়ন ডলার আয় করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৌদি আরবের অর্থনীতিতে হজ ও ওমরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া এক্ষেত্রে সক্ষমতা আরও বাড়ানো দেশটির ভিশন-২০৩০ এরই অংশ।

অথরিটি যাচাই-বাছাই করে বিনিযোগ প্রতিষ্ঠান ঠিক করবে। তবে বিদেশিরা চাইলেও ৪৯ শতাংশ শেয়ারের বেশি কিনতে পারবে না।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।