পশ্চিমবঙ্গে ভোটের ফল আজ


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৯ মে ২০১৬

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল আজ ঘোষণা করা হবে। সঙ্গে আসাম, তামিলনাড়ু, কেরালা ও পন্ডিচেরির ভোটেরও ফল জানা যাবে।

এদিকে বুথফেরত সমীক্ষার জানা গেছে, কলকাতার মসনদে মমতা ব্যানার্জির প্রত্যাবর্তন হচ্ছে। তবে বিরোধীরা অবশ্য এ সমীক্ষা প্রত্যাক্ষাণ করেছে।  

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ৯০টি গণনা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রই তিন স্তরের নিরাপত্তা বলয়ে মোড়া রয়েছে।

সব ঠিক থাকলে দুপুর ১২টার মধ্যেই ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ফল স্পষ্ট হয়ে যাবে।  

গণনার প্রহর যত এগোচ্ছে ততই বিরোধী সিপিএম নেতাদের অঙ্গভঙ্গি বদলে যাচ্ছে। জোটপন্থীদের চোখে-মুখে হতাশার ছাপ। এক সময় জোটের ডবল সেঞ্চুরির কথাও শুনিয়েছিলেন। সেই অবস্থান থেকে সরে এসে বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে বলতে শোনা গেছে,  নিছক ক্ষমতায় আসার জন্য লড়াই করছি না। সরকার বদলাক না বদলাক, ময়দানে থাকতে হবে।

বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, তামিলনাড়ু, কেরালা ও আসামে সরকার পরিবর্তন হবে। আসামে বিজেপি, তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোট এবং কেরালায় সিপিএম জোট ক্ষমতায় আসবে বলে পূর্বাভাস। খবর ভারতীয় গণমাধ্যম।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।