গুগল ম্যাপে বদলে যাচ্ছে গালফ অব মেক্সিকোর নাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫
বদলে যাচ্ছে গালফ অব মেক্সিকোর নাম। ছবি: গুগল ম্যাপ

সম্প্রতি গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপরেই গুগল জানিয়েছে, তাদের মানচিত্রেও গালফ অব মেক্সিকোর নাম বদলে ফেলা হচ্ছে।

এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে গুগল বলেছে, যুক্তরাষ্ট্রের ভেতরে গুগল ম্যাপে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাইরে এই পরিবর্তন হবে অন্যরকম। মেক্সিকোতে পুরোনো নাম, অর্থাৎ, গালফ অব মেক্সিকোই থাকবে। আর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বাইরে মানচিত্রে দুটো নামই রাখা হবে। অর্থাৎ, সেখানে গালফ অব মেক্সিকো এবং গালফ অব আমেরিকা- দুটো নামই পাশাপাশি দেখা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন>> 

এর আগে, গত সপ্তাহে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা সরকারিভাবে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রেখেছে। সরকারি সব নথিপত্রে এই পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আলাস্কার ডেনালি। ওই শৃঙ্গের নামও পরিবর্তন করে মাউন্ট ম্যাকিনলে করা হয়েছে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই শৃঙ্গের নাম পরিবর্তন করে ডেনালি রেখেছিলেন। কারণ, ওই অঞ্চলের স্থানীয় মানুষ শৃঙ্গটিকে ডেনালি বলেন। ডোনাল্ড ট্রাম্প সেই নাম পরিবর্তন করে ফের পুরোনো নাম রাখলেন।

ক্ষমতায় এসে গালফ অব মেক্সিকোর নাম যে তিনি পরিবর্তন করবেন, তা আগেই জানিয়ে রেখেছিলেন ট্রাম্প। সেই মতো গত সপ্তাহেই মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে।

হোয়াইট হাউজের যুক্তি, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র প্রায় সমপরিমাণ সীমান্ত উপভোগ করে গালফ অব মেক্সিকোর ধারে। ফলে এর নামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নামও যুক্ত হওয়া উচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে মেক্সিকোর প্রেসিডেন্ট উপহাস করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যা-ই করুক, গোটা পৃথিবীর কাছে ওই সাগর গালফ অব মেক্সিকো হিসেবেই পরিচিত থাকবে। শুধু তা-ই নয়, তিনি বলেছেন, এভাবে নাম বদলাতে থাকলে উত্তর আমেরিকার নাম বদলে মেক্সিকান আমেরিকা রাখা উচিত। কারণ, একসময় এই অঞ্চলকে এই নামেই ডাকা হতো।

সূত্র: ডয়েচে ভেলে
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।