ইরানে ধর্ম অবমাননার দায়ে সঙ্গীতশিল্পীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২০ জানুয়ারি ২০২৫

ধর্ম অবমাননার দায়ে ইরানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার (১৯ জানুয়ারি) এ রায় দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম এতেমাদ জানায়, সঙ্গীতশিল্পী আমির হোসেন তাতালু নামে পরিচিত। সম্প্রতি তাঁর বিরুদ্ধে হওয়া ধর্ম অবমাননা মামলার কার্যক্রম আবার চালু হয়। মহানবী হযরত মুহাম্মদ (স.) কে অবমাননা করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাতালুর।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী তাতালু ২০১৮ সাল থেকে তুরস্কে বাস করতেন। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে ইরানের কাছে হস্তান্তর করে তুরস্ক। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

এছাড়া অন্য একটি মামলায় তাতালুকে পতিতাবৃত্তি প্রচারের জন্য ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। সেইসঙ্গে ইরানের বিরুদ্ধে প্রচার ও অশ্লীল কনটেন্ট বানানোর অভিযোগও অভিযুক্ত করা হয়েছে।

তাতালু ২০১৭ সালে সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন। ২০১৫ সালে ইরানের এই সঙ্গীতশিল্পী পারমাণবিক কর্মসূচির সমর্থনে গানও গেয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

এসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।