ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির যৌনাঙ্গ প্রতিস্থাপন


প্রকাশিত: ১১:০৩ এএম, ১৭ মে ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ক্যান্সার আক্রান্ত একজন পুরুষের সফলভাবে যৌনাঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। গত সপ্তাহে তার দেহে ওই সফল অস্ত্রপচার করা হয়।

ক্যান্সার আক্রান্ত ওই ব্যক্তির নাম থমাস ম্যানিং (৬৪)। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছিল। ১৫ ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর থমাস ম্যানিং এখন সুস্থ্য রয়েছেন। মানব প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এটিকে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করছেন চিকিৎসকরা।

২০১২ সালে চিকিৎসকরা ম্যাসাচুসেটসের হ্যালিফ্যাক্সের নাগরিক ম্যানিংয়ের পুরুষাঙ্গ কেটে ফেলেন। এরপর থেকে তিনি শরীরে প্রতিস্থাপনের জন্য অন্যের দান করা ‘পুরুষাঙ্গ’ খুঁজছিলেন। কিছুদিন আগে প্রত্যঙ্গ দানকারী এক ব্যক্তি মারা যাওয়ার পর গত সপ্তাহে তার পুরুষাঙ্গ সংযোজন করা হয় থমাস ম্যানিংয়ের দেহে।

চিকিৎসকরা বলছেন, ম্যানিং এখন প্রস্রাব করতে পারবেন এবং ‘যৌন- সক্ষম’ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। থমাস ম্যানিং এক সাক্ষাৎকারে বলেছেন, পুরুষাঙ্গ হারানোর পর তিনি নতুন একটি ‘পুরুষাঙ্গ’ সংযোজনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।