গাজায় যুদ্ধবিরতি, ট্রাম্প-বাইডেনকে ধন্যবাদ দিলেন নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হওয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার তিনি ট্রাম্প এবং বাইডেনের সঙ্গে কথা বলেছেন। তার কার্যালয় জানিয়েছে, গাজায় জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করতে সহায়তা করার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু।
গাজায় যুদ্ধবিরতির চুক্তির কথা স্বীকার করে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে জিম্মিদের মুক্তিতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। শিগগির ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে দেখা করার বিষয়েও সম্মতি জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনকেও ধন্যবাদ জানিয়েছেন এবং তার সঙ্গে কথা বলেছেন।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তি সম্পন্ন হওয়ার খবরে হাজারও ফিলিস্তিনি রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী কাতার বুধবার (১৫ জানুয়ারি) এই চুক্তির ঘোষণা দেয়।
গাজায় এরই মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। লোকজন একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছেন। ক্যামেরাবন্দি করা হচ্ছে স্মরণীয় মুহূর্তগুলো।
এদিকে কাতার, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং হামাস নিশ্চিত করেছে যে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে অবশেষে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। দীর্ঘ ৪৬০ দিন ধরে চলা সংঘাতে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর এই চুক্তি স্বাক্ষরিত হলো।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বুধবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, চুক্তিটি আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
- আরও পড়ুন:
- গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘের বিভিন্ন সংস্থা
- গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, রোববার থেকে কার্যকর
- বন্দিদের জন্য চুক্তি হয়েছে, জানালেন ট্রাম্প
তবে চুক্তি বাস্তবায়নের জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে এখনো কিছু বিষয়ের সমাধান প্রয়োজন। ইসরায়েল জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার তাদের মন্ত্রিসভায় ভোটাভুটি হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় প্রায় ৪৭ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
টিটিএন