সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ

চিঠির শুরুতেই টিউলিপ লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার (স্টারমার) ইনডিপেনডেন্ট এথিকস অ্যাডভাইজার স্যার লাউরি ম্যাগনাসের প্রতি কৃতজ্ঞ। আমার বর্তমান ও অতীতের আর্থিক এবং আবাসনসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরার সুযোগ দেওয়ার জন্যও আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো।

বিজ্ঞাপন

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিক পদত্যাগ করার পর রেনল্ডসকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হলো।

দিল্লিতে ঘনকুয়াশা, শতাধিক ফ্লাইট বিলম্বিত

ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা ঢাকা পড়েছে ঘনকুয়াশায়। মূলত ভারতের উত্তরাঞ্চালজুড়ে ঝেঁকে বসেছে তীব্র শীত। এমন পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরে ১৮৪টি ফ্লাইট বিলম্বিত ও ৭টি বাতিলের খবর পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে দিল্লিতে তাপমাত্রা নামে ৯ ডিগ্রিতে। আবহাওয়া অফিস বিকেল ও রাতের দিকে আরও ঘনকুয়াশার পূর্বাভাস দিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একের পর এক কারখানা বন্ধ, বাংলাদেশের অর্থনীতিতে অশনিসংকেত

গাজীপুরে কেয়া গ্রুপের চারটি গার্মেন্টসের কর্মীরা ২ জানুয়ারি সকালে জানতে পারেন তাদের চাকরি আর থাকছে না। কারণ গ্রুপটি তাদের কারখানাগুলোকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই কয়েক হাজার গার্মেন্টসকর্মীর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ২৯ ডিসেম্বর থেকেই সেখানের কর্মীরা কাজ থেকে বিরত থাকেন। কারণ নভেম্বর মাসের বেতনই হাতে পাননি এসব শ্রমিক।

কীভাবে ঘুরে দাঁড়াবে দাবানলে বিধ্বস্ত লস অ্যাঞ্জেলেস?

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম ‘মার্শাল পরিকল্পনা’ নামে একটি উদ্যোগ নিয়েছেন। এই পরিকল্পনার আওতায় ধ্বংসস্তূপে নতুন ঘরবাড়ি নির্মাণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তবে, পুরোনো কাঠের বাড়িগুলোর আধিক্য এবং বিমা সংস্থাগুলোর অসহযোগিতা পুনর্গঠনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ট্রাম্পের শপথ ঘিরে ওয়াশিংটনে কড়া নিরাপত্তা

ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শপথ অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, তার শপথ অনুষ্ঠান ‍উপলক্ষে ওয়াশিংটনে ৩০ মাইল দৈর্ঘ্যের ৭ ফুট উঁচু কালো বেড়া স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও শত শত দর্শনার্থীর জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপয়েন্ট স্থাপন করে পুরো শহরটি নজরদারিতে রাখা হয়েছে। এমনকি, ওয়াশিংটনের বড় একটি অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হঠাৎ কেন তালেবানের দুয়ারে ভারত?

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে ভারত। এটি আফগানদের বিষয়ে ভারতীয় পররাষ্ট্রনীতির একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত, যা অঞ্চলটির ভূরাজনৈতিক বাস্তবতার প্রতি ভারতের নতুন দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে।

২০ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাবে ইন্দোনেশিয়া

আগামী মাস থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। তাদের লক্ষ্য, আগামী পাঁচ বছরে অন্তত ২০ কোটি মানুষকে এই সুবিধা প্রদান করা। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নেতৃত্বে দেশটির মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন।

ভারতের শীর্ষ যানজটের শহর কলকাতা

ভারতের ব্যস্ততম শহরগুলোর মধ্যে যানজটে শীর্ষে উঠে এসেছে কলকাতা। অর্থাৎ, ধীরগতির শহরের তালিকায় ভারতের মধ্যে সবার ওপরে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম। এটি নিশ্চিত করেছে ডাচ লোকেশন টেকনোলজি বিশেষজ্ঞ সংস্থা ‘টমটম’।

বিজ্ঞাপন

পরিবারের পছন্দে বিয়েতে রাজি না হওয়ায় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

প্রতিবেদনে বলা হয়, তনুর বাবা মহেশ গুর্জার, সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের পোস্ট করা একটি ভিডিও দেখে ক্ষুব্ধ হন। তনু সেই ভিডিওটি আগের দিন সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন। এটি দেখে রেগে গিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে খুব কাছ থেকে গুলি করেন তার বাবা। এরপর তনুর চাচাতো ভাই রাহুল, যিনি মহেশের সহযোগী হিসেবে কাজ করে, সেও পরপর কয়েকটি গুলি চালিয়ে তরুণীর মৃত্যু নিশ্চিত করেন।

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।