গত সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী ছিল বৈশ্বিক পণ্যবাজার
গত সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী ছিল বৈশ্বিক পণ্যবাজার। বৈশ্বিক রাজনীতিতে অনিশ্চয়তার কারণে গত সপ্তাহে ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতুগুলোর বাজারদর। এসময় স্বর্ণের দাম বেড়েছে ২ শতাংশ। রুপা ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে আউন্সপ্রতি ২ দশমিক ৫ ও ২ দশমিক ৯ শতাংশ করে বেড়েছে।
তাছাড়া গত সপ্তাহে তামার দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অ্যালুমিনিয়াম ও নিকেলের দাম বেড়েছে পাউন্ডপ্রতি যথাক্রমে ৩ দশমিক ৩ ও ৩ শতাংশ। অন্যদিকে সিসার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে এ সময় নিম্নমুখী ছিল দস্তার বাজারদর।
এদিকে, অতিরিক্ত সরবরাহ ও কম চাহিদার প্রভাবে দীর্ঘদিন ধরে নিম্নমুখী থাকা জ্বালানি তেলের বাজার গত সপ্তাহে বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন রাশিয়ার জ্বালানি খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় সরবরাহ সংকটের আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে আদর্শ ব্রেন্টের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে, এসময়ের মধ্যে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।
তুর্কি বার্তাসংস্থা আনোদোলু এজেন্সি বলছে, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ থেকে কমে ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। ডিসেম্বরে দেশটিতে অপ্রাতিষ্ঠানিক বেতন-মজুরি গ্রহীতা ছিল নভেম্বরের তুলনায় ২ লাখ ৫৬ হাজার জন বেশি। এসংখ্যা অপ্রাতিষ্ঠানিক বেতন-মজুরি গ্রহীতা নিয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা ছাড়িয়েছে। এরপরও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান ধরে রেখেছে। ফলে গত সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী ছিল বৈশ্বিক পণ্যবাজার।
উল্লেখ্য, অপ্রাতিষ্ঠানিক বেতন-মজুরি গ্রহীতা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক, যা প্রতি মাসে যুক্তরাষ্ট্রের বেকারত্ব ও শ্রমবাজারের অবস্থার তথ্য দেয়। এটি কৃষি ছাড়া অন্য খাতগুলোর তথ্য দিয়ে থাকে।
সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়ার সময় ফেড বিভিন্ন অর্থনৈতিক সূচক বিবেচনা করে। এর মধ্যে অন্যতম হলো মূল্যস্ফীতি ও শ্রমবাজারের অবস্থা। যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমা ও অপ্রাতিষ্ঠানিক মজুরি বাড়ার বিষয়টিকে অর্থনীতির শক্তিশালী অবস্থার ইঙ্গিত হিসেবে দেখা হয়।
তবে এসব ছাড়াও মূল্যস্ফীতি অথবা ভূরাজনৈতিক অস্থিরতার মতো কোনো ধরনের অর্থনৈতিক চাপের কারণে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার ডিসেম্বরে শক্তিশালী অবস্থায় শেষ হলেও চলতি বছরের জুনের আগে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা কম।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সামনের দিনগুলোয় অর্থনৈতিক নীতি ঠিক কী হতে পারে, তা নিয়েও উদ্বেগ বেড়েছে। এই বিষয়টিও বৈশ্বিক পণ্যবাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
এদিকে, বিনিয়োগকারীরা বলছেন, চীনের পিপলস ব্যাংকের স্বর্ণ মজুত বাড়ানোর প্রবণতা পণ্যটির মূল্যের ঊর্ধ্বমুখিতায় ভূমিকা রেখেছে। এছাড়া কানাডার খনি কোম্পানি ব্যারিক গোল্ড সম্প্রতি জানিয়েছে, নতুন পরিবহন বিধিনিষেধের কারণে তারা মালির লুলো-গাউনকোটো খনির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করবে। খনি কোম্পানিটির মজুত জব্দের কারণে রপ্তানিও বন্ধ হয়েছে। এসব কারণে ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের বাজারও।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসএএইচ