২০২৪ সালে ইউরোপে অবৈধভাবে প্রবেশ কমেছে ৪০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

গত বছর অর্থাৎ ২০২৪ সালে অবৈধভাবে ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ প্রায় ৪০ শতাংশ কমেছে। ইউরোপের বর্ডার এজেন্সি ফ্রোনটেক্স এ তথ্য জানিয়েছে।

ফ্রোনটেক্স এক বিবৃতিতে জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া ২০২৪ সালে ইউরোপে প্রবেশের হার ৩৮ শতাংশ কমেছে, যা ২০২১ সালের পর সর্বনিম্ন।

বিজ্ঞাপন

তবে মোট সংখ্যা কমলেও ইউরোপিয় ইউনিয়নের পূর্ব দিক দিয়ে গত বছর অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বেড়েছে।

পশ্চিম বলকানস রুটগুলো দিয়ে প্রবেশ কমেছে উল্লেখযোগ্য হারে। সেখান দিয়ে ৭৮ শতাংশ কমার কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাছাড়া ভূমধ্যসাগর দিয়ে প্রবেশের সংখ্যা কমেছে ৫৯ শতাংশ। কারণ তিউনিশিয়া ও লিবিয়া থেকে এ ধরনে কার্যক্রম কমেছে।

তবে বেলারুশ ও রাশিয়া থেকে ইউরোপে প্রবেশের হার ১৯২ শতাংশ বেড়ে ১৭ হাজার হয়েছে।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।