গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
ছবি: এএফপি

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কাতারের দোহায় বৈঠক করছে মধ্যস্থতাকারীরা। আশা করা হচ্ছে, যুদ্ধ কীভাবে শেষ করা যায় এখান থেকে তার একটি পরিকল্পনা বেরিয়ে আসবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি আসন্ন।

বিজ্ঞাপন

এর আগে মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসের কাছে চূড়ান্ত খসড়া চুক্তি উপস্থাপন করে। দোহায় অনুষ্ঠিত এই আলোচনায় বাইডেন ও ট্রাম্পের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আরও পড়ুন>

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনার সঙ্গে সম্পর্কিত একটি ফিলিস্তিনির সূত্র জানিয়েছে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে মঙ্গলবারই যুদ্ধরত দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হতে পারে।

তবে একদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে অপরদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

বেশ কিছু মেডিক্যাল সূত্র জানিয়েছে, গত সোমবার (১৩ জানুয়ারি) ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১২ জন প্রাণ হারিয়েছে। ইসরায়েলি বাহিনীর উত্তর গাজা অবরোধ করার শততম দিন পার হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিদিনিই গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: রয়টার্স

এমএসএম

বিজ্ঞাপন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।