‘ভারতের ফসল নষ্ট বাংলাদেশিদের!’ – ভারতীয় মিডিয়ায় ফের মিথ্যা খবর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ নিয়ে আবারও মিথ্যাচার ভারতীয় গণমাধ্যমে

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলায় একটি ভিডিও প্রচার করে অভিযোগ তোলা হয়েছে, বাংলাদেশিরা রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে ভারতের সুকদেবপুরে ঢুকে দেশটির কৃষকদের ফসলি জমি নষ্ট করছে। সংবাদটির প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, লুঙ্গি-টিশার্ট পরা এক ব্যক্তি পা দিয়ে মাড়িয়ে মাড়িয়ে ক্ষেতের ফুলকপি নষ্ট করছেন।

বাংলাদেশি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, রিপাবলিক বাংলায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের ভেতরেই ধারণ করা এবং এটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ঘটনা। ভিডিওটিতে থাকা কৃষকেরা ফসলের দাম না পেয়ে নিজেরাই নিজেদের ফসল নষ্ট করছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন>>

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে দেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ১ জানুয়ারি পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, উল্লেখিত রিপাবলিক বাংলার প্রচারিত ভিডিওটি মেহেরপুর থেকে ধারণ করা। দাম না পেয়ে কৃষকেরা নিজেরাই নিজেদের ক্ষেতের ফুলকপি নষ্ট করছিলেন। ভিডিওটিতে ওই কৃষকদের সাক্ষাৎকারও রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফুলকপি নষ্ট করা কৃষকরা সাক্ষাৎকারে বলছিলেন, তারা কাঙ্ক্ষিত দাম না পাওয়াতেই রাগে এভাবে ফসল নষ্ট করছিলেন।

ভিডিওটি নিয়ে ফের অনুসন্ধানে দেশের আরেকটি সম্প্রচার মাধ্যম নাগরিক টিভিতে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ক্ষেতের ফুলকপি নষ্ট করার এই ভিডিওটি মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে ধারণ করা।

প্রসঙ্গত, ভারতের সুকদেবপুর সীমান্তটি দেশটির মালদা জেলায় অবস্থিত। এর বিপরীতে রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই জেলাটি বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত এবং মেহেরপুর জেলাটি অবস্থিত খুলনা বিভাগে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুতরাং এটি নিশ্চিত হওয়া যাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে কৃষকেরা ফসলের দাম না পেয়ে নিজেরাই নিজেদের ফসল নষ্ট করার সময় ধারণ করা ভিডিওকে রিপাবলিক বাংলা চ্যানেলটিতে সম্পূর্ণ বানোয়াট দাবিতে প্রচার করা হচ্ছে। ফলে ফ্যাক্টওয়াচ রিপাবলিক বাংলায় প্রচারিত ভিডিওর প্রেক্ষিতে উক্ত দাবিটিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।