নিক্কেই এশিয়ার প্রতিবেদন

দক্ষিণপূর্ব এশিয়ায় বাড়ছে চীনা খাদ্য ও পানীয় ব্র্যান্ডের দাপট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫

সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের খাদ্য ও পানীয় ব্র্যান্ডের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এক্ষেত্রে দেশগুলোতে প্রতিযোগিতাও বাড়ছে।

সিঙ্গাপুরভিত্তিক কনসালটেন্সি মোমেন্টাম ওয়ার্কসের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর পর্যন্ত দক্ষিণপূর্ব এশিয়ায় চীনের ৬০টি কোম্পানির মোট আউটলেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১১০টিতে। যদিও ২০২২ সালে এই সংখ্যা ছিল এক হাজার ৮০০টি।

বিজ্ঞাপন

মোমেন্টাম ওয়ার্কসের প্রতিষ্ঠাতা ও সিইও জিয়াংগান লি নিক্কেই এশিয়াকে বলেন, দক্ষিণপূর্ব এশিয়া চীনা খাদ্য ও পানীয় ব্র্যান্ডগুলোর কাছে আকর্ষণীয় কারণ তারা ভৌগলিক এবং সাংস্কৃতিকভাবে চীনের কাছাকাছি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি চীনা ব্র্যান্ড রয়েছে। এই দুইটি দেশে চীনা ভাষায় কথা বলা মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য সংখ্যক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৪ সালের প্রথমার্ধে চীনে ১০ লাখের বেশি রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়। যা আগের বছরের তুলনায় ৭০ শতাংশ বেশি। এর প্রধান কারণ হলো ব্যাপক প্রতিযোগিতা ও অর্থনৈতিক অবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতি চীনের ব্র্যান্ডগুলোকে খাদ্য ও পানীয় অপারেশনসের সবক্ষেত্রে প্রতিযোগীতা ও অভ্যন্তরীণ বাজার ছাড়িয়ে প্রবৃদ্ধির সুবিধার দিকে নজর দিতে উৎসাহিত করেছে।

সূত্র: নিক্কেই এশিয়া

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।