সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ জানুয়ারি ২০২৫
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগসূত্র ছিল শেখ হাসিনার
যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু সদস্য সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লেবার পার্টির ঘনিষ্ঠ সম্পর্কে বিষয়টিও সামনে আনলো পত্রিকাটি।
অবশেষে দেখা মিললো ‘লাপাত্তা’ টিউলিপের
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ও যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ ওঠার পর থেকেই অনেকটা গা ঢাকা দিয়েছিলেন তিনি। প্রকাশ্যে দেখা মিলছিল না কোনোভাবেই। অবশেষে বুধবার (৮ জানুয়ারি) কর্মস্থলে যাওয়ার পথে টিউলিপকে ক্যামেরাবন্দি করে ডেইলি মেইল।
পশ্চিমবঙ্গে বাংলাদেশি নারী গ্রেফতার
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি থেকে বাংলাদেশি এক নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাতে গ্রেফতারকালে ওই নারীর সঙ্গে দুটি শিশু ছিল।
যুক্তরাষ্ট্রের নাম পাল্টে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ
যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ বা ‘আমেরিকা উপসাগর’ রাখার প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন ক্লদিয়া।
লস অ্যাঞ্জেলসের দাবানল ছড়ালো হলিউড হিলসেও
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এলাকার ভয়াবহ দাবানল হলিউড হিলসেও ছড়িয়ে পড়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে দাবানল ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যান। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, বুধবার দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে।
অ্যালকোহলমুক্ত পানীয়ের বাজার ক্রমেই বাড়ছে
ক্রমেই বাড়ছে অ্যালকোহলমুক্ত পানীয়ের বাজার। বিশ্বের অন্যতম বৃহৎ বাজার বিশ্লেষক সংস্থা ইউরোমনিটরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী এই বাজারের আকার ছিল প্রায় ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের, যা পাঁচ বছর আগের তুলনায় দ্বিগুণ। গত বছর এই খাতে প্রায় ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে অ্যালকোহলযুক্ত পানীয়ের ক্ষেত্রে এই হার ছিল মাত্র ৮ শতাংশ।
ভারতে মন্দিরের টিকিটের জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ৬
ভারতে অন্ধ্র প্রদেশের তিরুপতি তিরুমালা মন্দিরে টিকিটকেন্দ্রের সামনে পদপিষ্ট হয়ে ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) রাতে মন্দিরের ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টোকেন সংগ্রহের সময় ভক্তদের প্রচণ্ড ভিড়ে এই দুর্ঘটনা ঘটে।
রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা
রাশিয়ার এঙ্গেলস শহরে সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় হামলা চালিয়েছে ইউক্রেন। এসময় আগুন নেভাতে গিয়ে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) উভয় পক্ষই একে অপরের বিদ্যুৎ ও সামরিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত জায়গায় হামলার দাবি করেছে। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের ঝাপোরিঝিয়াতে ১৩ জন নিহত হয়েছেন।
ট্রাম্পের ভয়েই ফ্যাক্ট-চেকিং থেকে জাকারবার্গের ইউটার্ন?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে অনেকটা হুট করে ফেসবুক-ইনস্টাগ্রামে কনটেন্ট-মডারেশনের নীতিমালায় বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। শুধু ফ্যাক্ট-চেকিং নীতিমালার পরিবর্তনই নয়, মেটার বোর্ডে ডানা হোয়াইট নামে ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মিত্রকেও নিয়োগ দেওয়া হয়েছে। অনেকের মতে, জাকারবার্গের এই সিদ্ধান্ত নতুন মার্কিন প্রশাসনের চাপের প্রতিফলন।
চীনে কমেই চলেছে মূল্যস্ফীতি, অর্থনীতিতে নতুন শঙ্কা
চীনে ভোক্তা মূল্যস্ফীতির হার গত ডিসেম্বরে নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মূল্যসংকোচন নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
এসএএইচ/জেআইএম