চীন-নেপালে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৭ জানুয়ারি ২০২৫
ভূমিকম্প/ প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের শিগাতসে শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

এদিকে নেপালেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভয়ে-আতঙ্কে লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল চীনের তিব্বতের পার্বত্য সীমান্তে নেপালের লোবুচের কাছে। ভূমিকম্পের সময় কাঠমান্ডুর লোবুচে থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণ-পূর্বের ভবনগুলো কেঁপে উঠেছে।

এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

টিটিএন/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।