ভারতে বোমা হামলায় ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
বিস্ফোরণে রাস্তায় তৈরি হয় বিশাল গর্ত। ছবি: ট্রিবিউন ইন্ডিয়া

মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আটজন পুলিশ সদস্য ও তাদের এক গাড়িচালক নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ সোমবার (৬ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বিজাপুর জেলায় পুলিশ সদস্যরা একটি গাড়িতে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, মাওবাদীদের পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের আঘাতে পুরো গাড়িটি ধ্বংস হয়ে যায়। এতে ঘটনাস্থলেই সব আরোহীর মৃত্যু হয়।

আরও পড়ুস>> 

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক বিক্ষিপ্ত হামলাগুলোর ধারাবাহিকতায় এই ঘটনাটি ঘটলো। রাজ্যটিতে গত কয়েক মাসে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক বন্দুকযুদ্ধে বহু বিদ্রোহী নিহত হয়েছেন।

ছত্তিশগড় এবং তার আশপাশের রাজ্যগুলো দীর্ঘদিন ধরে মাওবাদী বিদ্রোহে প্রভাবিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাওবাদী কার্যক্রমের ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে এসেছে।

মাওবাদী বিদ্রোহীরা প্রয়াত চীনা নেতা মাও মে তুংয়ের কমিউনিস্ট মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা দাবি করে, দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের তাদের জমি এবং খনিজ সম্পদের ওপর অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই লড়াই চলছে। বিদ্রোহীদের অভিযোগ, বড় বড় খনি কোম্পানিগুলো এই সম্পদ শোষণ করছে।

বিদ্রোহ দমনে ভারত সরকার তৎপরতা চালালেও এ ধরনের সহিংসতা এখনো পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।