জার্মানিতে আতশবাজির বিশৃঙ্খলায় নিহত ৫, আহত বহু সেবাকর্মী
নতুন বছর উদযাপনে জার্মানিতে আতশবাজির ব্যবহার নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জরুরি সেবায় নিয়োজিত বহু কর্মী। আতশবাজির ব্যক্তিগত ব্যবহার নিষিদ্ধ করার দাবির মধ্যেই দেশটিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো।
জানা যায়, পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্যে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ৪৫ বছর বয়সী ব্যক্তি ‘আতশবাজির বোমা’ ব্যবহারের সময় প্রাণ হারান বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
বার্লিন শহরে নতুন বছরের রাতে প্রায় ১ হাজার ৯০০টি ঘটনায় সাড়া দিয়েছে স্থানীয় দমকল বিভাগ, যা গত বছরের তুলনায় প্রায় তিন শতাধিক বেশি। বার্লিনে কমপক্ষে ১৩টি স্থানে হামলার শিকার হয়েছেন জরুরি সেবাকর্মীরা। পুলিশ জানিয়েছে, নতুন বছরের রাতে ৩৩০ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন>>
- জার্মানিতে গাড়ি হামলায় নিহত ২, সৌদি নাগরিক গ্রেফতার
- জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়িচাপায় নিহত বেড়ে ৫
- টানা দ্বিতীয় বছর মন্দার শঙ্কায় জার্মানি
মিউনিখে ভুল দিকে ছোড়া আতশবাজি থেকে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ব্যালকনিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন শিশু গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজন ১৪ বছর বয়সী কিশোর রয়েছে, যার হাতের অংশ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়াই সঠিক সিদ্ধান্ত।
পরিবেশবাদী সংস্থা ডয়েচে উমভেল্টহিলফে আতশবাজির ব্যক্তিগত ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে এটিকে ‘মানুষের জন্য ভয়াবহ এক রাত’ বলে অভিহিত করেছে।
আতশবাজি ব্যবহারে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিবিপিকের ইনগো শুবার্ট বলেন, অবৈধ ও ঘরে তৈরি আতশবাজিগুলো বৈধ ও পরীক্ষিত পণ্যের সঙ্গে এক করে দেখা ঠিক নয়।
এছাড়া, জরুরি সেবাকর্মীদের প্রতি সহিংসতা বন্ধে জার্মান সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সিএনএন
কেএএ/