নিউইয়র্কে নাইটক্লাবের বাইরে এলোপাতাড়ি গুলি, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
নাইটক্লাবের বাইরে পুলিশের দল। ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির কুইন্সে একটি নাইটক্লাবের বাইরে এলাপাতাড়ি গুলির ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাতে অ্যামাজুরা ইভেন্ট হলে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তবে তাদের কারও প্রাণ সংশয়ে নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাত ১১টা ১৮ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। নাইটক্লাবটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে প্রায় ৯০ জন উপস্থিত ছিলেন। ক্লাবের বাইরে অপেক্ষমান প্রায় ১৫ জনের দিকে চার বন্দুকধারী প্রায় ৩০ বার গুলি চালায়। এরপর তারা একটি হালকা রঙের সেডান গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন>>

আহতদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাদের লং আইল্যান্ড জিউইশ হাসপাতাল এবং কোহেনস চিলড্রেন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্যাট্রল প্রধান ফিলিপ রিভেরা বলেছেন, আমাদের রাস্তায় এমন নির্বিচার গুলিবর্ষণ বরদাশত করা হবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, পুলিশ রাস্তায় এবং ফুটপাতে প্রমাণ সংগ্রহ করছে। সন্দেহভাজনদের চিহ্নিত করতে এবং গাড়িটির সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ।

প্রায় চার হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন অ্যামাজুরা হলে নিয়মিতভাবে ডিজে শো এবং বিভিন্ন পারফরম্যান্সের আয়োজন করা হয়ে থাকে।

এদিকে, নতুন বছরের প্রথম প্রহরে আরেকটি রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। নিউ অরলিয়েন্সের বোর্বন স্ট্রিটে গাড়ি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী একজন মার্কিন নাগরিক এবং টেক্সাসের বাসিন্দা। তাকে চিহ্নিত করেছে এফবিআই। এই ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: নিউজউইক
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।