বছরের শুরুতে কলকাতার দর্শনীয় স্থানগুলোতে উপচেপড়া ভিড়

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
কলকাতার দর্শনীয় স্থানগুলোতে উপচেপড়া ভিড়

২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫-কে স্বাগত জানালো পশ্চিমবঙ্গবাসী। নতুন বছরে আনন্দ উৎসবে মেতে উঠেছে কলকাতাসহ রাজ্যবাসী। বছরের প্রথম দিনটা একটু অন্যরকম ভাবে কাটাতে লোকজনকে বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করতে দেখা গেছে।

নতুন বছরের প্রথম দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানে কচি-কাঁচাদের দেখা মেলে। নববর্ষ উদযাপনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানাসহ কলকাতার ইকো পার্ক থেকে নিকো পার্ক সর্বত্রই ছিল চোখে পড়ার মতো ভিড়।

বিজ্ঞাপন

jagonews24.com

এছাড়াও আট থেকে ৮০ সব বয়সের মানুষই ভিড় করেন কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট, ধর্মতলা, এসপ্ল্যানেড থেকে শুরু করে দক্ষিণেশ্বর কালিমন্দিরেও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পার্কগুলোতে কেউ মজেছেন বন্ধুদের সঙ্গে সেলফিতে, কেউ প্রিয়জনের জন্য গিফট কিনতে ভিড় জমিয়েছেন নিউমার্কেট চত্বরে। কলকাতার কুদঘাটের বাসিন্দা মুহুল দেবনাথ তার বাবা-মায়ের সঙ্গে চিরিয়াখানায় এসেছে। বাবার হাত ধরে চিড়িয়াখানার বাইরে বেরিয়ে মুহুল বলে, রয়েল বেঙ্গল টাইগার দেখেছি। হরিণ, জেব্রা, সজারু এবং অনেক ধরনের পাখি দেখলাম বেশ ভালো লাগছে।

jagonews24.com

মুহুলের বাবা দীপক দেবনাথ বলেন, অনেক দিনের আবদার রয়েল বেঙ্গল টাইগার দেখবে। সময়ের অভাবে নিয়ে আসা হয়নি। পরিবারের সবাইকে বছরের প্রথমদিনেই তাই চিড়িয়াখানায় নিয়ে আসলাম। এখান থেকে ভিক্টোরিয়া যাব। এরপর কোনো ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করে বাসায় ফিরবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলকাতার পার্শ্ববর্তী শহর অঞ্চল বেলঘরিয়ার দক্ষিণেশ্বরে কালি মন্দিরেও দেখা গেছে উপচে পড়া ভিড়। সৌভাগ্যের আশায় পূজার ডালা হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রার্থনা করেছেন অসংখ্য ভক্ত।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সন্তানের সৌভাগ্য কামনায় পূজা দিতে আসা কলকাতার কেষ্টপুরের বাসিন্দা মিতা দাস বলেন, নতুন বছরের পূজা দিতে এসেছি যেন সবাই ভালো থাকে। আমার ছেলেটি যেন ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়। নতুন বছরেই সন্তানের বিয়েটাও যেন হয়ে যায়। নতুন বছরের প্রথম দিনে কলকাতার সব দর্শনীয় স্থানগুলোতে পুলিশের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। কোনো রকমের অপ্রতিকর ঘটনা যেন না ঘটে তাতে কলকাতা পুলিশসহ রাজ্য পুলিশের কর্মকর্তা বেশ তৎপর ছিলেন।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।