ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪
মমতা ব্যানার্জী/ ছবি: সংগৃহীত

ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপির) এন চন্দ্রবাবু নাইডু। আর সবচেয়ে দরিদ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দুজনের সম্পদের ব্যবধানও অনেক। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) দেশটির ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের খতিয়ান প্রকাশ করেছে।

এডিআর-এর তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের
এই মুখ্যমন্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লাখ রুপি। দ্বিতীয় স্থানে রয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার বর্তমান সম্পদের পরিমাণ ৫৫ লাখ রুপি। দেশটির তৃতীয় দরিদ্র মুখ্যমন্ত্রী হিসাবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের নাম এসেছে। তার সম্পদের পরিমাণ ১ কোটি ১৮ লাখ রুপি।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দিল্লির অতিশী মার্লেনার নাম যার সম্পদের পরিমাণ ১ কোটি ৪১ লাখ রুপি। পঞ্চম স্থানে রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৪৬ লাখ রুপি।

দরিদ্র মুখ্যমন্ত্রীর তালিকায় ৬ষ্ঠ স্থানে নাম রয়েছে মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। তার বর্তমান সম্পদের পরিমাণ ১ কোটি ৪৭ লাখ রুপি। এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যার বর্তমান সম্পদের পরিমাণ ১ কোটি ৫৪ লাখ রুপি। যোগী আদিত্যনাথের পরেই অষ্টম স্থানে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৬৪ লাখ রুপি। নবম স্থানে রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মান। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৯৭ কোটি রুপি এবং দশম স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝি।

অন্যদিকে দেশটির সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের টিডিপির নেতা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার মোট সম্পদের পরিমাণ ৯৩১ কোটি রুপি। তারপরেই ভারতের দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু যার মোট সম্পদের পরিমাণ ৩৩২ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া যার সম্পদ ৫১ কোটি রুপি।

চতুর্থ স্থানে থাকা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার ১৭ কোটি রুপির সম্পদ রয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রয়েছে ২৫ কোটি রুপির সম্পত্তি। ত্রিপুরার মানিক সাহার রয়েছে ১৩ কোটি রুপির সম্পদ। অপরদিকে এডিআর দাবি করেছে, ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।