থাকবে না স্টার থিয়েটার, নতুন নাম ‘বিনোদিনী’

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নাম বদলের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নতুন বছর থেকেই বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রেক্ষাগৃহের নতুন নাম হতে চলেছে ‘বিনোদিনী’।

সোমবার (৩০ ডিসেম্বর) উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে একটি সরকারি অনুষ্ঠানে এই নাম বদলের ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে মমতা ব্যানার্জী বলেন, ১২৩ কোটি রুপি খরচে ৬৬ প্রকল্পের উদ্বোধন করা হলো। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস হলো। এছাড়া সন্দেশখালিতে বর্ধমানের ল্যাংচা হাবের অনুকরণে সন্দেশের হাব তৈরি করা হবে।

আরও পড়ুন>>

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, স্টার থিয়েটারের নাম আপনারা সবাই শুনেছেন। আমরা স্টার থিয়েটারের নাম বদল করবো। এরই মধ্যে কলকাতার মেয়রের কাছে আমরা নতুন নামকরণের জন্য অনুরোধ জানিয়েছি। ২০২৫ সাল থেকেই স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। বিনোদিনীর নামে নামকরণ হতে চলেছে এই প্রেক্ষাগৃহের।

তিনি আরও বলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বলবো, নাম বদলের বিষয়টি দেখতে। নারীদের আমরা সম্মান করি বলেই স্টার থিয়েটারের নাম ‘বিনোদিনী থিয়েটার’ করা হবে।

এদিকে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। তার কথায়, স্টার থিয়েটারের সঙ্গে নটী বিনোদিনীর নামটি ওতপ্রোতভাবে জড়িত। ফলে নটী বিনোদিনীকে যোগ্য সম্মান দিলেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে ১৫০ বছরের ইতিহাসকে সম্মান জানালেন মমতা ব্যানার্জী।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।