মাঝপথে বৈদ্যুতিক গাড়ির চার্জ শেষ, শেষমেশ টানলো গরুতে
শখ করে কিনেছেন বিদ্যুৎচালিত গাড়ি। ব্যাটারি পুরো চার্জ দিয়েই বাইরে বের হন। কিন্তু মাঝপথে শেষ হয়ে যায় চার্জ। কাছাকাছি কোনো চার্জিং স্টেশনও পান না। শেষমেষ গাড়ির সঙ্গে দুটি গরু বেঁধে টেনে আনতে হলো গাড়িটি। হ্যাঁ, ভারতের রাজস্থান রাজ্যের কুচামন পৌরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়ার সঙ্গে এমনটিই ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েক দিন আগেই এমন ঝামেলায় পড়েছিলেন অনিল। নিরুপায় হয়ে গরুর দিয়ে চানতে হয়েছে গাড়ি! দামি বিদ্যুৎ চালিত গাড়িতে দুটি গরু জুড়ে দিয়ে গন্তব্যে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।
आज डीडवाना में कुचामन नगर परिषद के प्रतिपक्ष नेताजी की इलेक्ट्रिक कार ने जब रास्ते में धोखा दिया, तब बैलों ने जिम्मेदारी संभाली..!!
— Vinod Bhojak (@VinoBhojak) December 28, 2024
टेक्नोलॉजी और नागौरी बैलों का ऐसा अनोखा जुगाड़ सिर्फ राजस्थान में @8PMnoCM #Rajasthan #Didwana #Kuchaman #Nagaur @arvindchotia pic.twitter.com/jJ0F6oiF4A
‘বিনোদ ভোজক’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৈদ্যুতিক গাড়ির সামনে দুটি গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে এদের। এরপর গরু দুটি গাড়িটি টেনে নিয়ে যাচ্ছে ।
রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামন শহরে এ ঘটনাটি ঘটে। কুচামন পৌরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া ২০২৩ সালে বৈদ্যুতিক গাড়ি কিনেছিলেন। এরপর থেকে ঝামেলা চলছে তার!
অনিল বলেন, যখনই কোনো জায়গায় যাওয়ার জন্য বের হই, তখন অধিকাংশ সময় মাঝরাস্তায় এসে গাড়ি বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত মোট ১৬ বার গাড়ি মেরামত করিয়েছি। কিন্তু কোনো সমাধান হয়নি।
সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল
এসএএইচ