সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণে নিহত ১১
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। দামেস্ক থেকে ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত বাণিজ্যিক এলাকা আদ্রায় ওই দুর্ঘটনা ঘটেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসরায়েলি হামলা থেকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, তাদের সেনাবাহিনী ওই এলাকায় কোনো বিমান হামলা চালায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিরীয় কর্মকর্তা জানিয়েছেন, অজানা উৎস থেকে বিস্ফোরণের ঘটনায় আদ্রা বাণিজ্যিক এলাকা কেঁপে উঠেছে। তবে এই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা তিনি উল্লেখ করেননি। সেখানে উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, একটি অস্ত্রের গুদামে সম্ভবত ইসরায়েলি হামলার কারণে বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই এলাকায় তাদের সেনারা হামলা চালিয়েছে এ বিষয়ে তারা অবগত নয়। আবদেল রহমান জানিয়েছেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।
- আরও পড়ুন:
গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাশার আল-আসাদ। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
টিটিএন