ইংরেজি বর্ষবরণে কলকাতাজুড়ে কঠোর নিরাপত্তা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে কলকাতাজুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে

আর মাত্র একদিন, তারপরেই ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাবে কলকাতা শহর। আর বর্ষবরণে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি চালাবে কলকাতা পুলিশ। নতুন বছর উদযাপনের সময় শহরের আইনশৃঙ্খলা ঠিক রাখতে রাস্তায় নামছেন স্থানীয় পুলিশের সাড়ে চার হাজার সদস্য।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, উৎসবের দিনগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহন করা হয়েছে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি ভিড় সামলাতে শহরে সাড়ে চার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নারীদের নিরাপত্তায় থাকছেন বিপুলসংখ্যক নারী পুলিশ সদস্য। সেই সঙ্গে সাদা পোশাকের পুলিশ শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে।

পুলিশ কমিশনার আরও জানান, ইংরেজি বর্ষবরণের উৎসবে শহরের দ্রষ্টব্য স্থানগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়ে। বিভিন্ন সৃতিসৌধ, পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, যাদুঘর, হোটেল ও গঙ্গার ঘাটে কলকাতা পুলিশ মোতায়েন থাকবে। তাছাড়া, নাগরিকসহ পর্যটকদেরও নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন নগরপাল মনোজ বর্মা।

মনোজ বর্মা এও জানান, ভিড়ের মধ্যে নারী, শিশু ও প্রবীনদের নিরাপত্তায় বেশি করে নজর রাখবে পুলিশ। শহরের ৫০টিরও বেশি জায়গায় রাস্তার মোড়ে মোড়ে রোডব্লক করে তল্লাশি চালাবে কলকাতা পুলিশ। পার্কস্ট্রিট ছাড়াও নিউমার্কেট চত্বরে থাকবে বাড়তি নিরাপত্তা।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষবরণ উপলক্ষে ওই দুই দিনের নিরাপত্তায় থাকছে কুইক রেসপন্স টিম। অপ্রীতিকর অবস্থা সামাল দিতে থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। আলিপুর, কাশিপুর, বাইপাস, এ জে সি বসু সড়কে থাকবে অতিরিক্ত পুলিশ। গঙ্গা নদীর প্রতিটি ঘাটে রিভার ট্রাফিক পুলিশের তরফে নজরদারি চলবে। মত্ত অবস্থায় বাইক ও গাড়ি চালালে চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পার্কস্ট্রিট, নিউমার্কেটসহ শহরের বিভিন্ন প্রান্তে মত্ত চালকদের ধরতে অভিযান চলবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। সেই সঙ্গে যে কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।