রাশিয়ার ড্রোন ডিপো ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪
ড্রোন ওড়াচ্ছেন ইউক্রেনের সেনারা। ফাইল ছবি: গ্লোবাল ইমেজেস ইউক্রেন/ কিয়েভ ইন্ডিপেনডেন্ট

রাশিয়ার ওরিওল অঞ্চলে দূরপাল্লার শাহেদ ড্রোনের একটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার (২৮ ডিসেম্বর) ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলা রাশিয়ার জন্য ইউক্রেনের বিরুদ্ধে বৃহৎ আকারের ড্রোন হামলা পরিচালনার সক্ষমতা ‘গুরুতরভাবে কমিয়ে’ দিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে জানান, গত বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী এই হামলা চালায়। তারা জানায়, হামলার ফলে শাহেদ কামিকাজে ড্রোনের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য ব্যবহৃত সুরক্ষিত কংক্রিট কাঠামোতে একটি ডিপো ধ্বংস হয়ে গেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই সামরিক অভিযানে শত্রুপেক্ষের বিমান হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এটি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার ড্রোন হামলা চালানোর ক্ষমতা কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন>>

এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।

উল্লেখ্য, রাশিয়া গত ৩৪ মাস ধরে ইউক্রেনে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত কয়েক মাস মস্কো প্রায় প্রতিদিন শতাধিক ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

গত শুক্রবার রাতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, তারা রাশিয়া থেকে নিক্ষিপ্ত ১৬টি ড্রোনের মধ্যে ১৫টি গুলি করে ভূপাতিত করেছে। অন্য ড্রোনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।