পাকিস্তানে সামরিক আদালতে আরও ৬০ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪
ছবি হাতে ইমরান খানের সমর্থকরা, ছবি: এএফপি (ফাইল)

পাকিস্তানের সামরিক আদালতে আরও ৬০ জনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইমরান খানের ভাতিজাও রয়েছেন। ৯ মের দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

দেশটির আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দোষীদের আইনি অধিকারের বিধান যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করার পরে অবশিষ্ট ৬০ জনের শাস্তি ঘোষণা করেছে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল।

এর আগে ২১ ডিসেম্বর ২৫ জনকে দুই থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড দেয় সামরিক আদালত।

তবে সামরিক আদালতের মাধ্যমে বেসামরিক নাগরিকদের কারাদণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

তবে বিদেশি এই উদ্বেগের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সংসদের দ্বারা প্রতিষ্ঠিত আইন ও সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই রায় দিয়েছে সামরিক আদালত।

আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা।

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।