দক্ষিণ কোরিয়া

এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনে ভোট দেবে বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুকে অভিশংসনের জন্য সংসদে বিল উত্থাপন করবে বিরোধীরা। শুক্রবার (২৭ ডিসম্বের) এই বিষয়ে ভোটাভুটি হতে পারে।

তবে এ পদক্ষেপে দেশটিতে সাংবিধানিক সংকট আরও গভীর হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে সামরিক আইন জারির কারণে প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে সংসদে অভিশংসন করা হয়। যা এখনো আদালতে প্রক্রিয়াধীন।

বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি হুমকি দিয়ে জানিয়েছে, যদি দ্রুত সাংবিধানিক আদালতে তিন বিচারকে নিয়োগ দেওয়া না হয় তাহলে তাকে অভিশংসনে বিল উত্থাপন করা হবে।

বৃহস্পতিবার তিনজনকে নিয়োগ দেওয়ার জন্য সংসদে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখনো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তাদের নিয়োগ দেয়নি।

ডেমোক্রেটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চ্যানডে এক বিবৃতিতে বলেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে যে প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সু এর সংবিধান রক্ষা করার যোগ্যতা বা ইচ্ছা নেই।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।