গাজায় হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত
গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলি কভার করছিলেন। এ সময় ওই ভ্যানটি ইসরায়েলি হামলার শিকার হয়।
আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ জানিয়েছেন, ভ্যানটি আগুনে পুড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সাদা রঙের ভ্যানটির পেছনে বড় অক্ষরে লাল রঙে ‘প্রেস’ লেখা রয়েছে।
আরও পড়ুন>>
- সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশ ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ
- এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিক নিহত, অধিকাংশই ইসরায়েলের হাতে
- গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরা-এএফপির সাংবাদিক নিহত
নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসসোনা, ইব্রাহিম আল-শেইখ আলি, মোহাম্মদ আল-লাদা, ফয়সাল আবু আল-কুমসান এবং আইমান আল-জাদি।
এদের মধ্যে আইমান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন। তার স্ত্রী প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন।
কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ঘটনাস্থলে সিভিল ডিফেন্স টিমের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আগুন নেভায়।
ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিকদের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সিপিজের তথ্যমতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধে এখন পর্যন্ত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
কেএএ/